এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০১ অক্টোবর : বিতর্কিত পুকুরে ‘দরপত্র আহ্বান’ করে বিতর্কে জড়িয়েছে তৃণমূল কংগ্রেস শাসিত পূর্ব বর্ধমান জেলার ভাতার পঞ্চায়েত সমিতি । ভাতার ব্লকের কুলচন্ডা মৌজার (জেএল নম্বর ০৬৫) অন্তর্গত ৯৯৩ দাগে ১.৭৩ একর জলকর বিশিষ্ট সন্তোষসায়ের নামে একটা পুকুর নিয়ে ভাতার বাজারের বাসিন্দা জনৈক সুশান্ত দত্তর সঙ্গে একাংশের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে । বিষয়টি আদালতেও গড়িয়েছে । এরই মাঝে পঞ্চায়েত সমিতি থেকে ওই বিতর্কিত পুকুরটি আজ লিজ দেওয়ার জন্য ডাক দেওয়া হয় । যদিও নোটিশের পুকুরের দাগ নম্বর ভুল করে ৯৯২ লেখা হয়েছে । সমগ্র ঘটনার বিষয়ে ভাতারের বিডিও দেবজিৎ দত্তর কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন । পাশাপাশি ভাতারের বিএলআরওকে ফোন করতে বলে তিনি ফোন দ্রুত কেটে দেন । যদিও অসমর্থিত সূত্রের খবর, ভাতার পঞ্চায়েত সমিতির নোটিশ অনুযায়ী পূর্ব নির্ধারিত সময়ের (সকাল ১১ টা থেকে দুপুর ২ টো) মধ্যেই বিডিও-এর উপস্থিতিতে পুকুরটি বাৎসরিক ৭০,০০০ টাকায় লিজ দেওয়া হয়েছে । লিজ নিয়েছেন ভাতার বাজারের জনৈক এক মাছ ব্যবসায়ী । এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুশান্ত দত্ত ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালি সাহার কাছে ২০ লক্ষ টাকার ক্ষতিপূরণ চেয়ে উকিলের চিঠি পাঠিয়েছেন । তিনি ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালি বাগ ও বিডিও-এর বিরুদ্ধে আদালত অবমানার অভিযোগ তুলেছেন । তিনি জানিয়েছে, ওই দু’জনের বিরুদ্ধেই তিনি আদালত অবমাননার মামলা করবেন।
সুশান্তবাবুর অভিযোগ,কলকাতা হাইকোর্ট পর্যন্ত রায় দিয়েছেন যে ওই পুকুরের মালিক আমি ও আমার স্ত্রী । তারপরেও ভাতার বিএল আরও অফিস পুকুরটি ভেস্টেট (এক নম্বর খতিয়ান)তালিকাভুক্ত করে সম্প্রতি আমাকে নোটিশ পাঠায় । বাধ্য হয়ে আমি ফের আদালতের দ্বারস্থ হই। সুপ্রিম কোর্টের নির্দেশে গত ২০ জুন রাজ্যের ভূমি সংস্কার দপ্তর থেকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছিল । সেই নির্দেশ উপেক্ষা করেছে ভাতারের শাসকদলের নেতারা । ভাতারের বিডিওকে হাত করে আজ পুকুরটি বেআইনিভাবে লিজ দেওয়া হয়েছে বলে অভিযোগ তার ।
এদিকে সমগ্র ঘটনার ষড়যন্ত্রের নেপথ্যে ভাতার বাজারের এক প্রভাবশালী তৃণমূল নেতা রয়েছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন ৷ ওই নেতাকে ভাতারের ‘শেখ শাহজাহান’ বলে অবিহিত করে তিনি মন্তব্য করেন,’ভাতার বাসস্ট্যান্ডে ওই নেতাদের একটা পুকুর রয়েছে । সমগ্র এলাকার জল নিকাশ ওই পুকুরে হত । অথচ গায়ের জোরে পুকুরটির প্রায় ৭৫ শতাংশ মাটি ভরাট করে দিয়েছে । যারা প্রতিবাদ করেছিল ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ করে দিয়েছে ।’ বিধায়ক ঘনিষ্ঠ হওয়ায় ওই নেতা ভাতারে চুড়ান্ত নৈরাজ্য চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি । এদিকে ভাতারের বিডিও-এর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে৷ ওই পুকুর লিজ দেওয়া নিয়ে ভাতারের বিডিও ও তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় । হতাশ সুশান্তবাবু জানিয়েছেন, তিনি ফের আদালতের দ্বারস্থ হবেন ।।