দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৩ মে : চোলাই মদ পাচারকারীকে হাতেনাতে ধরল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ ৷ ধৃত ব্যক্তি হল বর্ধমানের বাজেপ্রতাপপুর এলাকার বাসিন্দা শেখ সাজাহান(৫২) । রবারের ব্লাডারে ৩০ লিটার মদ নিয়ে যাওয়ার সময় শনিবার সকালে ভাতার থানার ছয় মাইল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ । এদিনই ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয় । পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি ওই মদ কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কোথায় পাচার করতে যাচ্ছিল তা জানার চেষ্টা চলছে ।
জানা গেছে,গোপন সূত্র থেকে এদিন ভাতার থানায় খবর আসে এক ব্যক্তি মদ পাচারের চেষ্টা করছে । খবর পেতেই ছয় মাইল বাসস্ট্যান্ড এলাকায় হানা দেয় ভাতার থানার পুলিশের একটি দল । পুলিশ সড়ক পথে যাতায়াতকারী টোটোতে তল্লাশি শুরু করে । কিন্তু টোটো থেকে কিছু পাওয়া যায়নি । কিছুটা পাশেই একটা বড় ব্যাগ হাতে দাঁড়িয়েছিল শেখ সাজাহান । ওই ব্যাগ থেকে মদের গন্ধও বের হচ্ছিল । সন্দেহ হওয়ায় পুলিশ ওই ব্যাগে তল্লাশি চালাতেই রবারের ব্লাডার ভর্তি মদ দেখতে পায় ।।