এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১২ জানুয়ারী : দেশী ও বিদেশী প্রতিষ্ঠানে আফগান মহিলাদের চাকরি করার উপর তালিবানি নিষেধাজ্ঞায় অন্তত ১০ লাখ শিশু মারাত্মক অপুষ্টির মুখোমুখি হতে চলেছে । বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেসের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে,শিশুদের পুষ্টিকর খাবার সরবরাহে ব্যাঘাত ঘটার কারনে এই বছর আফগানিস্তানে পাঁচ বছরের কম বয়সী এক মিলিয়ন শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগবে বলে অনুমান করা হচ্ছে । রিপোর্টে আরও বলা হয়েছে, অপুষ্টির শিকার শিশুদের সংখ্যা গত বছরের তুলনায় ৫০ শতাংশ বেড়েছে এবং এই সংখ্যা ক্রমশ বাড়ছে ।
তালিবানদের দ্বারা মহিলাদের কাজের উপর নিষেধাজ্ঞার নেতিবাচক পরিণতি পর্যালোচনা করতে গিয়ে অ্যাসোসিয়েটেড প্রেসের অনুসন্ধানকারী দল জানতে পেরেছে,বর্তমানে আফগানিস্তানে ১৫১ টি ছোট-বড় বেসরকারি সংস্থার মধ্যে মাত্র ১৪ শতাংশ সক্রিয় । তার ওপর আফগান মহিলাদের নিষেধাজ্ঞার কারনে গত ৫০ দিনে আন্তর্জাতিক রেসকিউ কমিটির স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়েছে ১৬৫,০০০ মানুষ ।
আন্তর্জাতিক রেসকিউ কমিটি সতর্ক করেছে যে আফগানিস্তানে মৃত্যুর সংখ্যা বাড়বে এবং বেসরকারী সংস্থাগুলির উপর নির্ভরশীল দেশটির স্বাস্থ্য ব্যবস্থাও ভেঙে পড়বে । উল্লেখ্য,সপ্তাহ তিনেক আগে তালিবান দেশি-বিদেশি প্রতিষ্ঠানে মহিলাদের কাজ নিষিদ্ধ করেছিল । যার জেরে অনেক প্রতিক্রিয়া দেখা দিয়েছে আফগানিস্তানে ।।