এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১০ জুন : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনে পশ্চিম বর্ধমানের বারাবনি থেকে শুরু করে পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিরোধী দলগুলিকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । শনিবার কাটোয়া-১ ব্লকের বিজেপি প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে গেলে আগ্নেয়াস্ত্র বের করে ভয় দেখানো থেকে শুরু করে ধাক্কাধাক্কি করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ফলে এদিন মনোনয়ন জমা না দিয়েই ফিরতে হয় বিজেপি প্রার্থীদের । প্রতিবাদে পথ অবরোধ করে বিজেপি । অন্যদিকে কাটোয়া মহকুমার কেতুগ্রাম-১ ব্লকে ৩ সিপিএম কর্মীকে বেদম মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । জখম সিপিএম কর্মীদের কান্দরা ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
প্রসঙ্গত,শুক্রবার(০৯ জুন ২০২৩) পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় বিরোধী দলগুলিকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে । রাজ্য কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরীর কথায়, ‘আমি আগেই আশঙ্কা করেছিলাম এবারের নির্বাচনও ২০১৮ সালের মত রক্তাক্ত হতে চলেছে ।’
অধীররঞ্জন চৌধুরীর সেই আশঙ্কাই সত্যি প্রমানিত হতে চলেছে বলে মনে করছেন অভিজ্ঞ মহল । এদিন পশ্চিম বর্ধমানের বারাবনিতে সিপিএমের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি হয়েছে । অন্যদিকে কাটোয়ার বিজেপি নেত্রী সীমা ভট্টাচার্য, বিজেপি কর্মী শ্যামল দেবনাথরা বলেন,’এদিন কাটোয়া-১ ব্লকের কয়েকজন বিজেপি প্রার্থী স্থানীয় বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেখায় । তারা আমাদের ধাক্কা দিয়ে ফেলে দেয় । ফলে জীবনের ঝুঁকি নিয়ে এদিন আমাদের দলীয় প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার সাহস করেনি । যে কারনে মনোনয়ন জমা না করেই আমাদের ফিরে আসতে হয় ।’ জানা গেছে,শাসকদলের বাধায় মনোনয়ন জমা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন বিজেপি প্রার্থীরা । পরে সন্ত্রাসের প্রতিবাদে এবং যথাযথ নিরাপত্তার মধ্যে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করার দাবিতে কাটোয়ার পানুহাটের ইদারা পাড়ে সড়কপথ অবরোধ করেন বিজেপি নেতাকর্মী ও সমর্থকরা ।
অন্যদিকে কেতুগ্রাম-১ ব্লকের কান্দরায় মনোনয়ন জমা দিতে গিয়ে সিপিএম প্রার্থীদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ । সিপিএমের অভিযোগ,এদিন সকালে যখন দলীয় কর্মী সমর্থকদের সাথে তাদের প্রার্থীরা মনোনয়ন জমা করতে যাচ্ছিল তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লাঠি সোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায় । তাদের তিনজন কর্মীকে বেদম মারধর করা হয় । আহত কর্মীদের কান্দরা ব্লক হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সিপিএম নেতৃত্ব । এদিকে অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী । সিপিএমের দাবি, সুষ্টুভাবে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করুক নির্বাচন কমিশন ।।