এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ জুন : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে কয়লাপাচার মামলায় প্রায় ৪ ঘন্টা ধরে জেরা করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আধিকারিকরা । দুবাইয়ের বিমান ধরার জন্য দুই সন্তানকে নিয়ে রুজিরা নারুলা সোমবার সকাল ৭টা নাগাদ যখন কলকাতা বিমানবন্দরে যান তখনই তাকে আটকে দেয় অভিবাসন দপ্তরের কর্মীরা । বিমানবন্দরেই নোটিস দিয়ে তাকে বৃহস্পতিবার ইডির অফিসে তাঁকে তলব করা হয় । যথা সময়ে তিনি ইডির অফিসে তিনি ইডির অফিসে হাজিরাও দেন । কিন্তু সূত্রের খবর,রুজিরা নারুলার উত্তরে সন্তুষ্ট নন ইডির আধিকারিকরা ।
ইডির দাবি,কয়লা পাচারের একটা বড় অংশ হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছিল । কয়েকজন নির্দিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টালা জমা পড়েছে এবং পরে ওই টাকায় সোনার গয়না বা সোনার বিস্কুট আকারে এদেশে নিয়ে আসা হয়েছে । একজন ইডি আধিকারিক বলেছেন যে তাকে ওই সমস্ত বিদেশী ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্টগুলি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তার বিবৃতি রেকর্ড করা হয়েছে । পাশাপাশি তাকে কিছু নথিও জমা দিতে বলা হয়েছে ।
তবে রুজিরা কোনো প্রশ্নেরই যথাযথ উত্তর না দিয়ে ‘হেঁয়ালি’ তৈরি করেছেন বলে অভিযোগ । সেই কারনে অভিষেক পত্নীকে ইডি ফের তলব করতে পারে বলে সূত্রের খবর । যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডি কর্মকর্তাদের দ্বারা রুজিরার জিজ্ঞাসাবাদের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন ।।