শ্যামসুন্দর ঘোষ,মেমারি(পূর্ব বর্ধমান),১৩ জানুয়ারী : মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতেই আবাস যোজনার বাড়ি চুরি হচ্ছে বলে অভিযোগ তুললে আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল । শুক্রবার মেমারিতে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,’আবাস যোজনার যে ১৭ টি পয়েন্টের কথা বলা আছে তার কোনোটাই মানা হচ্ছে না এরাজ্যে । টিএমসির নেতাকর্মীদের যাদের তিন তলা বাড়ি,গাড়ি,ফ্রিজ,টিভি আছে তারাও আবাস যোজনার টাকা পেয়ে যাচ্ছে । ফলে যোগ্যরা বঞ্চিত হচ্ছে । অথচ এনিয়ে নিশ্চুপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এতেই প্রমানিত হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়েই রাজ্য জুড়ে আবাস যোজনায় দূর্নীতি হচ্ছে । আপনাকে (মমতা বন্দ্যোপাধ্যায়) এর জবাব দিতে হবে ।’ তিনি বলেন, ‘আবাস যোজনার দূর্নীতির তদন্তের জন্য কেন্দ্র থেকে দল আসছে । তদন্তকারী দল বলছে দূর্নীতি হয়েছে । তার পরেও এদের লজ্জা নেই । আমরা ২০২০-২১ আর ২০২১-২২ অর্থবছরের লিস্ট দেখতে চাই । দেখতে চাই তারা যোগ্য ছিল কিনা ।’
পাশাপাশি তিনি আসনাসোলে ইসকোর জমি নিয়ে দূর্নীতির অভিযোগও তুলেছেন । অগ্নিমিত্রা পল বলেন,’টিএমসি আর দূর্নীতি সমার্থক শব্দ । সরকারের প্রতিটি বিভাগে দূর্নীতি । স্কুলের মিডি ডে মিলে দূর্নীতি । আজ আপনি(মুখ্যমন্ত্রী) জমি নীতি পরিবর্তন করার কথা বলছেন । আসনাসোলে ইসকোর জমি বর্ধমানের বিএলআরও অফিস থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে । জমির জালি শংসাপত্র বের করে নিচ্ছে । ৩০-৪০ হাজার টাকায় শংসাপত্র পেয়ে যাচ্ছে । আর এই সমস্তই হল রাজ্য সরকারের মস্তিষ্ক প্রসূত । এদের লক্ষ্য শুধু মানুষকে ঠকিয়ে টাকা উপার্জন করা । এই যে জমি নীতি পরিবর্তন করার কথা রাজ্য সরকার বলছে,এর পিছনেও রাজ্য সরকারের বড় ফন্দি আছে ।’
কি বলছে শুনুন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল :-
‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ বা রাজ্য সরকারের দেওয়া নাম ‘আবাস প্লাস যোজনা’ প্রকল্পে দূর্নীতির অভিযোগে শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার মেমারী-২ বিডিও অফিসে গণ ডেপুটেশন কর্মসূচি ছিল বিজেপির । দলের ওই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন অগ্নিমিত্রা পল । তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক কাটোয়া জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়,জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ
পোদ্দার,জেলার মহিলা মোর্চার সভানেত্রী দিপালী দাস,জেলা যুব মোর্চা সভাপতি শুভদেব হাজরা ও ব্লক কনভেনার পিন্টু ভান্ডারী প্রমুখ । প্রথমে শতাধিক দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মিছিল করে বিডিও অফিসের সামনে আসেন বিজেপির বিধায়িকা । তারপর তাঁরা কালনা-বর্ধমান সড়কপথের উপর বসে পড়ে অবরোধ শুরু করেন ৷ ঘন্টা দেড়েক ধরে অবরোধ চলে । পরে অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল গিয়ে বিডিওর হাতে একটি স্মারকলিপি তুলে দেয় । সংবাদ মাধ্যমের সামনেই বিডিওর সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়তে দেখা গেছে অগ্নিমিত্রা পলকে । সব শেষে তিনি বিডিওর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে ।।