দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৩ জানুয়ারী : রাতের অন্ধকারে এক কৃষকের বাগান তছনছ করে দিয়ে পালালো দুষ্কৃতীরা । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ভাটাকুল গ্রামে । শুক্রবার এনিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অসীম মণ্ডল নামে ওই কৃষক । তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
অসীমবাবু জানিয়েছেন,বলগোনা-মালডাঙ্গা রোডের পাশে ক্যানেলের ধারে তাঁদের কাঠাদুয়েক জমি রয়েছে । স্থানীয় বাসিন্দা নবকুমার মণ্ডলদের বাড়ির অদুরেই উত্তরমাঠে রয়েছে ওই জমিটি । মাস পাঁচেক আগে জমিটিতে মাটি ভরাটের পর সোনাঝুড়ি, সেগুন, মেহগনি প্রভৃতি মিলে বেশ কিছু গাছের চারা লাগিয়েছিলেন তিনি । কিন্তু এদিন সকালে গিয়ে দেখে গাছের চারাগুলি কেউ বা কারা নষ্ট করে দিয়ে পালিয়েছে । জানা গেছে, অসীম মণ্ডল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সক্রিয় কর্মী । তাই রাজনৈতিক প্রতিহিংসা বশত কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে বলে অনুমান ক্ষতিগ্রস্ত পরিবারটির ।।