দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৩ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলায় ফের দূর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস । কেতুগ্রামের পর এবার ভাতারে যাত্রীবাহী বাস উলটে জখম হল ১০ জন যাত্রী । শুক্রবার সকাল প্রায় এগারোটা নাগাদ ভাতারের ভুমশোর ও পাটনা গ্রামের মাঝে বর্ধমান-কাটোয়া রাজ্যসড়কে এই দূর্ঘটনাটি ঘটেছে । খবর পেয়ে আহতদের মধ্যে ৮ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ । তবে আহতদের আঘাত তেমন গুরুতর না হওয়ায় অধিকাংশজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ।
স্থানীয় সূত্রে খবর,এদিন সকালে বর্ধমান- শ্যামবাজার রুটের ওই বাসটি ভাতার থেকে বলগোনার মুখে যাচ্ছিল । কিন্তু ভুমশোর পেরিয়ে পাটনা গ্রামের কাছে একটি চালকলের সামনে আসতেই বাসের চাকা ফেটে যায় । তারপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে পড়ে বাসটি । আশপাশের লোকজন ছুটে এসে যাত্রীদের উদ্ধারের কাজে হাত লাগায় । পরে খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভূমশোর থেকে বলগোনার মুখে যাওয়ার সময় বাস চালকরা বেপরোয়া গতিতে বাস চালিয়ে নিয়ে যায় । যে কারনে ওই এলাকায় প্রায়শই দূর্ঘটনা ঘটছে । তাই যানবাহনের গতি নিয়ন্ত্রণে ওই এলাকার মধ্যে সড়ক পথে স্পিডব্রেকার বসানোর দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা । উল্লেখ্য, দিন দশেক আগে একই জায়গায় একটি যাত্রীবোঝাই বাস উল্টে গিয়েছিল । তখন জখম হয়েছিলেন প্রায় ২০ জন বাসযাত্রী । স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ভাতার থানার ওসি অরুন কুমার সোম ।।