এইদিন ওয়েবডেস্ক,পাটনা,০৩ ডিসেম্বর : বিজেপির মহিলা বিধায়ক নিক্কি হেমব্রম(Nikki Hembram)- এর সৌন্দর্যের প্রশংসা করে এখন সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে । আরজেডি নেতা লালু প্রসাদের মেয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে নিজের ট্যুইটার হ্যান্ডেল লিখেছেন, ‘রঙিন মেজাজের আলোচনা খোলাখুলি হচ্ছে /এই বয়সেও চাচা বদনাম হলেন….।
প্রসঙ্গত,বর্তমানে বিহার বিধানসভার শীতকালীন অধিবেশন চলছে । অধিবেশনের বিষয়ে আলোচনার জন্য সোমবার এনডিএ-র বিধায়ক দলের বৈঠক ডাকা হয়েছিল । বৈঠকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও উপস্থিত ছিলেন । বাঁকা জেলার কাটোরিয়া থেকে বিজেপি বিধায়ক নিক্কি হেমব্রমসহ জেডিইউ এবং বিজেপির সমস্ত বিধায়ক বৈঠকে উপস্থিত হয়েছিলেন । বৈঠকে সমস্ত বিধায়ক নিজের নিজের এলাকার সমস্যার কথা জানাচ্ছিলেন এবং সমাধান নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছিলেন । সেই সময় বিধায়ক নিক্কি হেমব্রম নিজের এলাকার মানুষের সমস্যার কথা বলতে শুরু করেন ।
তিনি বলেন, ‘আদিবাসী সমাজের মানুষ বহু শতাব্দী ধরে মহুয়া চাষে করে যাচ্ছেন । মদের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর করতে মহুয়াকেও নিষিদ্ধ করে দিয়েছে বিহার সরকার । এতে শতাধিক পরিবারের সামনে খেতে না পাওয়ার মত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।’ এরপর তিনি ওই সমস্ত পরিবারগুলির বিকল্প কর্মসংস্থানের ব্যাবস্থা করার দাবি তোলেন ।
জানা গেছে,নিক্কি হেমব্রম আদিবাসীদের বিকল্প কর্মসংস্থানের কথা বলতে শুরু করেছিলেন আর মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তাঁকে বাধা দিয়ে নিজেই বলতে শুরু করেন । মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনি এত সুন্দর দেখতে, কিন্তু আপনি জানেন না আমরা আদিবাসীদের জন্য কি করেছি ? আপনার চিন্তাভাবনা তো সম্পূর্ণ বিপরীত।’ সেই সঙ্গে নীতীশ বিজেপি বিধায়ককে বলেন, ‘আপনি আপনার এলাকায় যান না ।’
জানা গেছে,নিক্কি হেমব্রমকে নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্তব্য নিয়ে বিধানসভা দলের বৈঠকে রীতিমতো হইহট্টগোল শুরু হয়ে যায় । বৈঠকে উপস্থিত বিধায়করা মুখ্যমন্ত্রীর শব্দ চয়ন নিয়ে প্রতিবাদ করেন । শেষে বিষয়টি সামলা দিতে নিক্কি হেমব্রমের সঙ্গে কথা বলেন উপমুখ্যমন্ত্রী তারাকিশোর প্রসাদ ।
কিন্তু মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের এই কথার পর সংবাদ মাধ্যমের সামনে অসন্তোষ প্রকাশ করেন বিজেপি বিধায়ক নিক্কি হেমব্রম । তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী আমায় যা বলেছিলেন তা আমি প্রকাশ্যে বলতে পারবো না । এতে আমার মর্যাদা ক্ষুন্ন হবে । বিষয়টি আমি দলীয় নেতৃত্বের কাছে জানিয়েছি ।’ তবে তিনি জানান, মুখ্যমন্ত্রী ঠিক কী বলতে চেয়েছেন তা ওনার স্পষ্ট করা উচিত। এদিকে মুখ্যমন্ত্রীর এই কথাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হচ্ছে দেখে এনডিএ-র শরীক বিজেপি এবং জেডিইউ উভয়ই ব্যাকডোর সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে সুত্রের খবর ।।