এইদিন ওয়েবডেস্ক,লখনউ,২৩ সেপ্টেম্বর : দিন কয়েক আগেই এক অভিনেত্রী-মডেলের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় দুই হিন্দু যুবককে এনকাউন্টার করে হত্যা করেছিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের পুলিশ । কিন্তু ক্রমাগত হিন্দু দেবদেবীদের সম্পর্কে নোংরা ভাষা প্রয়োগ করা গায়িকাকে গ্রেপ্তার করতে অক্ষম স্বঘোষিত “টারজান” ইউপি পুলিশ । ইউপির মির্জাপুরের “সরোজ সরগম” নামে ওই মহিলার বিরুদ্ধে বেশ কয়েকদিক্লন আগেই পুলিশ ছয়টি এফআইআর দায়ের করেছে । কিন্তু এযাবৎ তাকে কোনো এক অজ্ঞাত কারনে গ্রেপ্তার করা হয়নি । এদিকে ফের সরোজ সারগম হিন্দু দেবী দুর্গাকে গালিগালাজ করে একটা ভিডিও পোস্ট করেছে ।
সরোজ সারগমের একটি নতুন ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, “দুর্গা একজন পতিতা। একজন পতিতাকে পতিতা, নৃত্যশিল্পী, পতিতালয়ের মালিক বলা হবে।” মির্জাপুর পুলিশ এই ভিডিওর উপর মন্তব্য করে জানিয়েছে যে সরোজ সারগমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে । যদিও একই কথা আওড়ে যাচ্ছে মির্জাপুর পুলিশ৷ কিন্তু মহিলাকে গ্রেপ্তারের বিষয়ে কোনো আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না ।
এদিকে,ওই মহিলার নতুন ভিডিওটি দেখে মানুষের ক্ষোভ দ্বিগুণ হয়ে গেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “মির্জাপুর পুলিশ এখন আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। এর চেয়ে লজ্জাজনক আর কী হতে পারে? সরোজ সরগম প্রকাশ্যে পুলিশের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে । আইনের কোনও ভয় নেই। ইউপিডিজিপি, দয়া করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখুন ।’
উল্লেখ্য, সরোজ ইউটিউবে দেবী দুর্গা এবং ভগবান শিবের মতো হিন্দু দেবদেবীদের বিরুদ্ধে আপত্তিকর গান এবং ভিডিও পোস্ট করেছে, যেখানে অশ্লীল থেকে অশ্লীলতএ ভাষা ব্যবহার করা হয়েছে ।মির্জাপুর পুলিশ পরে ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয় । কিন্তু তারপরেও সরোজ সরগম নামে ওই মহিলা হিন্দু দেবদেবীদের গালাগালি বন্ধ করেনি ।
শুভম শুক্লা লিখেছেন,’লজ্জাজনক, লজ্জাজনক, লজ্জাজনক, লজ্জাজনক…দেবী দুর্গা সম্পর্কে আরেকটি অত্যন্ত অশালীন এবং আপত্তিকর মন্তব্য। সরোজ সরগম মির্জাপুর পুলিশের আইন-শৃঙ্খলা লঙ্ঘন করেছেন। আজ, নবরাত্রির প্রথম দিনে, দেবী দুর্গা সম্পর্কে অশালীন মন্তব্যের একটি ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করা হয়েছে। মির্জাপুর পুলিশ চার দিন ধরে এই ব্যক্তিকে খুঁজছে।’
তিনি অন্য একটি পোস্টে মির্জাপুর পুলিশকে নিশানা করে লিখেছেন,’মেহেরবান..কদরদান..সাহিবান… হো জাইয়ে সাবধান ! মির্জাপুর পুলিশের জন্য খুবই লজ্জাজনক মুহূর্ত! সরোজ সরগম সরাসরি মির্জাপুর পুলিশকে চ্যালেঞ্জ করেছে । সরোজ সরগম সরাসরি মির্জাপুর পুলিশকে বলেছেন যে তার কোনও ভয় নেই। তিনি আইন এবং পুলিশের ঊর্ধ্বে।সেই কারণেই, নবরাত্রির আগে, সরোজ সরগম দেবী দুর্গাকে গালি দিয়ে একটি ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করেছিলেন। ইতিমধ্যে, মির্জাপুর পুলিশ এক সপ্তাহ ধরে এই মহিলাকে ধরার চেষ্টা করছে। ভাবুন এটা কতটা লজ্জাজনক।’।