এইদিন ওয়েবডেস্ক,সিকিম,০৪ অক্টোবর : মেঘভাঙা বৃষ্টিতে উত্তর সিকিমের লোনাক হ্রদে বাঁধ ভেঙে তিস্তা নদীতে আকস্মিক বন্যায় ২৩ জন সেনা জওয়ান নিখোঁজ হয়ে গেছেন । সেনার বহু গাড়ি এবং বেশ কয়েকটি সেনা ছাউনিও জলের তোড়ে ভেসে । আজ বুধবার ভোরে এই ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান শুরু করেছে সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা দপ্তর । সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, চুংথাং বাঁধ থেকে জল নিচের দিকে যাওয়ায় জলস্তর হঠাৎ বেড়ে যায় । তিস্তার জলস্তর ১৫-২০ ফুট উচ্চতা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর ফলে সিংটমের কাছে বারডাং-এ পার্ক করা সেনাবাহিনীর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । নিখোঁজ জওয়ানদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি ।
জানা গেছে, সিকিমে রাতভর ভারী বৃষ্টি হয়েছে। প্রবল ওই বৃষ্টির পর উত্তর সিকিমের লোনাক হ্রদের জল উপচে পড়ে এবং তিস্তা নদীর জলস্তর হঠাৎ করে অনেক বেড়ে যায়। তিস্তা নদী সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশে করেছে । এদিকে হড়পা বানের ঘটনায় সিকিম প্রশাসন সেখানকার বাসিন্দাদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে সিকিমের গজলডোবা, দোমোহনী, মেখলিগঞ্জ এবং ঘিশের মতো নিচু এলাকাগুলো বন্যার জলে ক্ষতিগ্রস্ত হতে পারে। দপ্তরের তরফেও স্থানীয় বাসিন্দাদের সতর্কে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে ।।