এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,২২ জানুয়ারী : বলিউড অভিনেতা শাহরুখ খানকে চেনেন না বলে জানালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবির বিতর্কের মাঝে শুক্রবার গুয়াহাটি শহরের নারেঙ্গিতে একটি সিনেমা হলের সামনে বজরং দলের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে । পাশাপাশি সংগঠনের স্বেচ্ছাসেবকরা ছবিটির পোস্টার ছিঁড়ে পুড়িয়ে দেয় । এই বিষয়ে শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসামের মুখ্যমন্ত্রী বলেন, ‘কে শাহরুখ খান ? আমি তাঁর এবং তাঁর চলচ্চিত্র সম্পর্কে কিছুই জানি না।’
সাংবাদিকরা যখন মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে শাহরুখ খান একজন বলিউড সুপারস্টার, তখন হিমন্ত বিশ্ব শর্মা বলেন,’রাজ্যের জনগণের হিন্দির পরিবর্তে অসমিয়া চলচ্চিত্রের প্রতি যত্নবান হওয়া উচিত ।’ সেই সঙ্গে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,সাংবাদিকদের যে বিষয়ে উদ্বিগ্ন হওয়া উচিত তা হিন্দি সিনেমা নিয়ে নয় । বরঞ্চ অসমীয়া জনগনদের নিয়ে ভাবা উচিত সাংবাদিকদের ।’
প্রসঙ্গত, ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোনকে গেরুয়া বিকিনিতে দেখার পর ছবিটি নিয়ে বিতর্ক শুরু হয়। বিশ্ব হিন্দু পরিষদসহ অনেক সংগঠন থেকে শুরু করে সাধারণ বহু মানুষ ছবিটি থেকে ওই গান সরানোর দাবি জানিয়েছেন । যদিও তাদের দাবি মেনে গানটি সরানো হয়নি । আগামী বুধবার(২৫ জানুয়ারী ২০২২) ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা । এদিকে ছবিটির মুক্তির সময় যত এগিয়ে আসছে ততই ছবিটি বয়কটের ডাক তীব্র হয়ে উঠেছে দেশ জুড়ে ।।