দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৬ ডিসেম্বর :প্রেমিক-প্রেমিকার সম্পর্কের মধ্যে তিক্ততার সৃষ্টি হলে ‘ভালোবাসা ফিরিয়ে দেওয়ার’ দাবি তুলে একে অন্যের বাড়ির সামনে ধর্ণায় বসার ঘটনা তো আকছার শোনা যায় । কিন্তু প্রেমিককে নির্জন ঢেকে এনে ‘প্রেম চুম্বন’ দেওয়ার পর প্রেমিকা তাঁকে গুলি করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে,এমন ঘটনা এক কথায় বিরল বলা যেতে পারে । এমনই এক বিরল ঘটনার স্বাক্ষী থাকলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের বাসিন্দারা ৷ যদিও প্রেমিকের পেটে গুলি লাগায় অল্পের জন্য সে প্রাণে বেঁচে যায় । এদিকে খুনের চেষ্টার অভিযোগে লালচাঁদ শেখ নামে ওই যুবকের প্রেমিকাকে তাঁর বাড়ি থেকে আটক করেছে কাটোয়া থানার পুলিশ । ওই তরুনী কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল পুলিশ তা জানার চেষ্টা চালাচ্ছে ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, কাটোয়ার কেশিয়া মাঠপাড়ায় বাড়ি বছর বাইশের যুবক লালচাঁদ শেখের । সে রং মিস্ত্রির কাজ করে । পাশের বাগানেপাড়ায় বাসিন্দা প্রায় সমবয়স্ক তরুনীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । বছর চারেক ধরে তাঁদের প্রেম পর্ব চলছে । উভয়ের পরিবার বিষয়টি জানে । বিয়েও মোটামুটি ঠিকঠাক হয়ে আছে । ইতিমধ্যে কর্মসূত্রে ঝাড়খণ্ডে চলে যান লালচাঁদের প্রেমিকা ৷ তাঁদের মধ্যে ফোনে যোগাযোগ থাকলেও কোনও কারনে দু’জনের মধ্যে দূরত্বের সৃষ্টি হয় । এদিকে গত মঙ্গলবার ঝাড়খণ্ড থেকে বাড়ি ফেরেন ওই তরুনী ।
লালচাঁদ শেখ জানান, প্রেমিকার কথামত বুধবার সন্ধ্যায় তিনি সার্কাস পাড়ায় গিয়েছিলেন । প্রেমিকা তাঁকে আলিঙ্গন করে । চুম্বন দেয় । প্রেমিকা ধূমপান করার ইচ্ছাপ্রকাশ করলে তিনি সিগারেট কিনে এনে দেন । তারপর তিনি দু’জনের সিগারেটে আগুন ধরাচ্ছিল । আর ঠিক সেই মুহুর্তে তাঁর প্রেমিকা একটি আগ্নেয়াস্ত্র বের করে তাঁজে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় ।
জানা গেছে,গুলি এসে লাগে লালচাঁদ শেখের পেটের কাছে । তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন । এদিকে ভর সন্ধ্যায় গুলির আওয়াজ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন । ততক্ষণে চম্পট দেয় ওই তরুনী । এরপর স্থানীয় লোকজন কাটোয়া থানায় খবর দিলে পুলিশ গুলিবিদ্ধ ওই যুবককে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে । যুবকের মুখ থেকে ঘটনার কথা শোনার পর তাঁর প্রেমিকাকে ধরতে বাগানেপাড়ায় তরুনীর বাড়িতে হানা দেয় পুলিশ । তাঁকে আটক করে থানায় আনা হয় । ওই তরুনী আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে সংগ্রহ করেছে ও আচমকা এমন ঘটনা কেন ঘটালো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।।