এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১২ মার্চ : এরাজ্যে নিরাপদ নয় খোদ পুলিশও । এবারে মাদক পাচারকারীদের ধরতে গিয়ে আক্রান্ত হতে হল পুলিশকে । বীরভূম জেলার রাজনগর থানা এলাকার ঘটনা । গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে দুই বাইকে সওয়ার ৬ দুষ্কৃতীকে পাকড়াও করতে গেলে দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায় । সেই সুযোগে একটি বাইকে চড়ে চম্পট দেয় ৩ দুষ্কৃতী । অবশ্য দ্বিতীয় বাইকসহ ধরা পড়ে যায় বাকি ৩ দুষ্কৃতী । মঙ্গলবার ধৃতদের সিউড়ি আদালতে তোলা হলে সকলকে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয় । সরকারিপক্ষের আইনজীবী জানিয়েছেন, ধৃতরা হল জিয়ারুল,মুক্তাজ ও ইশানুর । তাদের বাড়ি বীরভূমের কাঁকড়তলা এলাকায় । ধৃতদের কাছ থেকে মাদক, একটি আগ্নেয়াস্ত্র,বাইক ও একটি স্মার্টফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান তিনি ।
ঘটনার বিবরণে তিনি জানান,গোপন সূত্র থেকে মাদক পাচারের সুনির্দিষ্ট তথ্য পেয়ে সোমবার রাতে সড়ক পথে নাকা তল্লাশি চালাচ্ছিল রাজনগর থানার পুলিশ । সেই সময় দুটি বাইকে চড়ে ৬ জন দুষ্কৃতী কাঁকড়তলা থেকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল । তারা রাজনগরের মুরাদগঞ্জ এলাকার আরালিতে এলে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে । আর তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে তারা পালিয়ে যায় ।
জানা গেছে,রাজনগর থানার পুলিশ তাদের পিছু ধাওয়া করে । পাশাপাশি খবর দেওয়া হয় পাশের থানায় । এরপর দুই থানার বিশাল পুলিশবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে । শেষ পর্যন্ত একটি বাইকসহ ৩ দুষ্কৃতী ধরা পড়ে যায়৷ অবশ্য বাকি ৩ দুষ্কৃতী পালাতে সক্ষম হয়েছে । পুলিশ ধৃতদের জেরা করে চক্রের বাকিদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে ।।