বিজয়া মানে কি বিসর্জন?
চোখের জলে মাকে বিদায়!
বিজয়া মানে সৌহার্দ্য-সম্প্রীতি
সিঁদুর খেলা প্রতিমা নিরঞ্জন কোলাকুলি।
বিজয়া মানে উমা বাপের বাড়ি ছেড়ে শ্বশুড়বাড়িতে
বিজয়া মানে চোখের জলে
আগামী বছরের অপেক্ষাতে ?
বিজয়া মানে বিজয়ী
রিপু ও ইন্দ্রিয়ের ক্রমশঃ সংযমী
বিজয়ার বিজয়ী হোক ধর্মীয় সম্প্রীতি
বিজয়ী হোক দুর্নীতিমুক্ত সমাজ
হোক শিক্ষার ও জ্ঞানের প্রসার ।
বিজয়ী হোক নারীশক্তির সৃষ্টি
মুছে যাক পণপ্রথা নারী নির্যাতন
অপসংস্কৃতি কুসংস্কারে আচ্ছন্ন ধর্মীয় রীতিনীতি
আসুক ফিরে সৌহার্দ্য সম্প্রীতি।
বিজয়ী হোক শিল্প-সাহিত্য-সংস্কৃতির
বিজয়ী হোক আমার বাংলা
ভাষা সভ্যতা সংস্কৃতির মেলবন্ধনে
বাঙালির জীবনে আসুক
বিজয়ের স্বাদ ফিরে, বারে বারে…।।