এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,২৪ অক্টোবর : সোমবার চেন্নাইয়ের মুদুগু আন্নামালাই চিদাম্বরম স্টেডিয়ামে ইতিহাস সৃষ্টি করেছে আফগানিস্তান। পাকিস্তানের বিপক্ষে একদিনের ম্যাচে প্রথমবারের মতো জয় পেয়েছে। ২৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে আফগানিস্তান । এই ঐতিহাসিক জয়ের পর আফগানিরা চিপক স্টেডিয়ামের বাইরে আনন্দে মেতে ওঠে । তাদের সঙ্গে যোগ দেয় ভারতীয়রাও । তবে আফগানিস্তান দলের অধিনায়ক রশিদ খান ও ভারতের প্রাক্তব পেস বোলার ইরফান পাঠানের নৃত্যের দৃশ্য সকলের নজর কেড়েছে । স্টেডিয়ামের মধ্যে রশিদ-ইরফানের নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর রশিদ- ইরফানের উদযাপনে আসছে বিভিন্ন প্রতিক্রিয়া । নিখিল নামে এক ‘এক্স’ ইউজার্স লিখেছেন,’পাকিস্তানকে হারিয়ে নাচছেন রশিদ খান ও ইরফান পাঠান । এটা সুন্দর…!’
শান জাররাল লিখেছেন, ‘আফগানিস্তান ভালো পারফর্ম করেছে এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতেছে দেখে ভালো লাগছে, পাশাপাশি ইরফান পাঠানকে তাদের সাথে নাচতে দেখে ভালো লাগছে ।’বেগানা কি শাদি মে আবদুল্লাহ দিওয়ানা’ । যদি তিনি পাকিস্তান ক্রিকেট দলের সাথে এটি করেন তবে পরবর্তী ফ্লাইটে তাকে পাকিস্তানে পাঠানো হবে। যদি এটি সত্য না হয় তবে তাকে করতে বলুন এবং আমাকে ভুল প্রমাণ করুন ।’
সোমবার ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই আফগান দলের নজরকাড়া পারফর্মেন্স ছিল । পাকিস্থানকে ৩০০ রানের গন্ডি ছুঁতে দেয়নি আফগান স্পিনাররা ৷ ব্যাটিং-এও নজরকাড়া কৃতিত্ব দেখিয়েছে তারা । টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানি দল ৷ কিন্তু ২৮৯ রানে তাদের ইনিংস শেষ হয়ে যায় । পাকিস্তানের সবচেয়ে বড় ইনিংস খেলেন বাবর আজম। তিনি ৭৪ রান করেন । প্রথম উইকেটে আবদুল্লাহ শফিক ও ইমাম উল হক ৫৬ রানের ইনিংস খেলেন । ব্যক্তিগত ১৭ রানে আজমতুল্লাহর শিকার হন ইমাম। এরপর ৫৮ রানে আউট হন আবদুল্লাহ। মোহাম্মদ রিজওয়ান মাত্র ৮ রানে আউট হন । ২৫ রান করে আউট হন সৌদ শাকিল। অধিনায়ক বাবর আজম ৯২ বলে ৭৪ রান করেন। তাকে আউট করেন নূর আহমেদ। এরপর ৪০ রানে ইফতেখার আহমেদ ও ৪০ রানে আউট হন শাদাব খান। এভাবে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮২ রান করে পাকিস্তান। আফগানিস্তানের হয়ে নুর আহমেদ ৩টি, নবীন উল হক ২টি এবং মোহাম্মদ নবী ও আজমতুল্লাহ ওমরজাই ১টি করে উইকেট নেন ।
জবাবি ব্যাটিংয়ে আফগানিস্তানের হয়ে ইব্রাহিম জাদরান ১১৩ বলে ৮৭ রানের দূর্দান্ত ইনিংস খেলেন । আফগানিস্তানের প্রথম উইকেটের পতনের পর রানের গতি অনেকটা কমে যায়। কিন্তু এই সময়ে কোনো উইকেটও পড়েনি । ইব্রাহিম জাদরান ও রহমত শাহ দু’জনেই ভালো খেলেছেন। রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের সামনে পাকিস্তানের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। গুরবাজ ৬৫ রানের ইনিংস খেলেন, জাদরান ৮৭ রান করেন। এরপর হাফ সেঞ্চুরি করেন রহমত শাহ। ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। একদিনের ম্যাচে এর আগে কখনো পাকিস্তানকে হারাতে পারেনি আফগানিস্তান । এবারের বিশ্বকাপে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সেই আক্ষেপ পূরণ করেছে আফগানিস্তান ।।