বসন্ত, তুই এত রঙিন কেন?
মাখিস লাল পলাশের সিঁদুর,
তোর হাওয়ায় এত সুবাস কেন?
করিস আমার একলা উদাসী দুপুর।
বসন্ত, তুই কি করে ফোটাস এত ফুল?
ভেসে যে যায় একুল অকুল দুকূলে।
তোর রাজপথ সাজাস কেন….
শাল, শিমুল ফুলে?
সকল বট বৃক্ষ সাজে কচি কচি সবুজে।
বসন্ত, তুই কেন আবির মাখিস?
কত যে রঙের খেলা চলে হদিস রাখিস?
তোর বাতাস এত মাতাল কেন?
কোকিল কেন ডাকে?
তরুণ রোদের আলো
জিওলের পাতার ফাঁকে ফাঁকে।
বসন্ত, তুই কেন শুধু ফাগুনেই আসিস?
কাননে কাননে দক্ষিনা বাতাসে ভাসিস?
নতুনের আগমনীর সংকেত রাখিস ।।