এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৩ জানুয়ারী : মুসলিমদের নবীকে নিয়ে মন্তব্যের পর থেকে একের পর এক মৃত্যুর হুমকি পেয়েছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা । এবার আত্মরক্ষার জন্য তাঁকে অস্ত্র লাইসেন্স দিল দিল্লি পুলিশ । বৃহস্পতিবার দিল্লি পুলিশের একজন কর্মকর্তা বলেছেন,নূপুর শর্মা ব্যক্তিগত সুরক্ষার জন্য নিজের কাছে একটি বন্দুক রাখার অনুমতি চেয়ে একটি বন্দুক লাইসেন্সের আবেদন করেছিলেন । তাঁর সেই আবেদন মঞ্জুর করা হয়েছে ।
একটি টেলিভিশন অনুষ্ঠানে নূপুর শর্মার কথিত ধর্মনিন্দামূলক বক্তব্যের পর দেশ বিদেশের মুসলিম সমাজে ব্যাপক আলোড়ন পড়ে যায় । তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ভারতের বিভিন্ন অংশে হিংসাত্মক বিক্ষোভ হয় । ইরান ও কাতার সহ বেশ কয়েকটি ইসলামিক দেশ তার মন্তব্যের নিন্দা জানিয়ে কূটনৈতিক বিরোধিতা করেছিল । তারপর গত বছরের জুনে বিজেপির মুখপাত্র পদ থেকে তাঁকে বরখাস্ত করা হয় । যদিও নূপুর শর্মা তাঁর মন্তব্য প্রত্যাহার করে নিয়েছিলেন এবং বলেছিলেন যে কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য তাঁর ছিল না ।
ওই মন্তব্যের পর পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে নূপুর শর্মার বিরুদ্ধে একাধিক মামলা করেছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ । যদিও নূপুর শর্মাকে দেওয়া লাগাতার হুমকির বিষয়টি মাথায় রেখে ওই বছর আগস্টে সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে সমস্ত মামলা একত্রিত করে যাতে তাকে সমস্ত রাজ্যে ভ্রমণ করতে না হয় । এদিকে গত বছরের জুনে তার সাসপেনশনের পর থেকেই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেন নূপুর শর্মা ।।