এইদিন ওয়েবডেস্ক,মহারাষ্ট্র,১৩ জানুয়ারী : ‘হনি ট্রাপ’ ও ‘লাভ জিহাদ’-এর ফাঁদে ফেলে ব্যাপক হারে হিন্দু তরুন-তরুনীদের ধর্মান্তরিত করা হচ্ছে মহারাষ্ট্রের দাউন্ডে (Daund)। সংবাদ মাধ্যম টাইমস নাউ জানিয়েছে, তাদের স্পেশাল ইনভেস্টিগেশ টিম তদন্তে জানতে পেরেছে বিগত ১-২ বছরে অন্তত ২০০ জন হিন্দু মেয়েকে লাভ জিহাদের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করা হয়েছে । যে মুসলিম যুবকরা হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করতে সক্ষম তাদের ৪-৫ লক্ষ টাকা করে পুরষ্কার দেওয়া হচ্ছে । শুধু তাইই নয়,হিন্দু তরুনদের মধুচক্রের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করা হচ্ছে । এযাবৎ অন্তত ১০০ জন হিন্দু তরুনকে জোর করে খৎনা করা হয়েছে বলে জানতে পেরেছে টাইমস নাউ-এর বিশেষ তদন্তকারী দল । স্থানীয় মুসলিম রাজনৈতিক নেতাদের মদতে এই কাজ চলছে । স্থানীয় সাংসদ থেকে শুরু করে পুলিশও তাদের সহায়তা করছে বলে অভিযোগ উঠছে ।
মহারাষ্ট্রের পুনে জেলার অন্তর্গত এই দাউন্ড এলাকা । এলাকাটি মূলত মুসলিম অধ্যুষিত । টাইমস নাউ-এর বিশেষ দল স্থানীয় হিন্দুদের সাথে কথা বলে জানতে পেরেছে,ফারুক কোরেশি, কামাল কুরেশি, আসিব কুরেশি, ফারহান কুরেশির মত রাজনৈতিক নেতাদের পরিচালনায় এলাকায় ধর্মান্তরিত করার চক্রান্ত চলছে । এখানে বছরে গড়ে ১০০ থেকে ২০০ জন হিন্দুকে ধর্মান্তরিত করে মুসলিম করা হচ্ছে । আর তাদের অধিকাংশই মেয়ে । ওই সমস্ত মেয়েদের বয়স মূলত ১৭ থেকে ১৮ বছর বা তার বেশি । তারা বেশিরভাগই কলেজের পড়ুয়া । কলেজের মুসলিম যুবকরা ওই হিন্দু মেয়েদের লাভ জিহাদের ফাঁদে ফেলছে । তারপর তারা বিয়ে করে ধর্মান্তরিত করছে ওই হিন্দু মেয়েদের । কিন্তু সন্তান হওয়ার পর তালাক দিয়ে ফের বিয়ের জন্য প্রস্তুত হচ্ছে ওই সমস্ত লাভ জিহাদিরা ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক হিন্দু ব্যক্তি টাইমস নাউকে বলেন, ‘মুসলিম যুবকরা রাস্তাঘাটে যুবতী মেয়েদের প্রকাশ্যে উত্যক্ত করে কিন্তু কেউ কিছু বলতে সাহস পায়না । এই বিষয়ে মেয়েরা প্রতিক্রিয়া দেখালে তাদের মারধর করা হয় এবং প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয় । রাজনৈতিক নেতাদের মদত থাকায় এনিয়ে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ ।’
একজন হিন্দু টাইমস নাউ-এর সাংবাদিকদের কাছে জানিয়েছেন,তাঁর স্ত্রী একজন মুসলিম । সেই কারনে স্থানীয় বাসিন্দা আসিব শেখ,কামাল কোরেশি মিলে তাকে জোর করে খৎনা করিয়েছিল । একটি মেয়ে জানিয়েছে, কলেজে পড়ার সময় এক মুসলিম যুবক ধর্ম পরিচয় গোপন করে তাকে প্রেমের জালে ফাঁসিয়েছিল । আদালতে রেজিস্ট্রি ম্যারেজ করতে গিয়ে তার প্রেমিকের নথি থেকে তার আসল নাম জানতে পারেন । দাউন্ডে ধর্মান্তরিত ও ও পুরুষ খতনার ঘটনায় অন্যতম এক অভিযুক্ত কুমাইল কোরেশি ওরফে হাজিব সাহেবকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে ।।