এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২০ মে : ফের সাফল্য এল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় । এবার মাদ্রাসাবোর্ডের উচ্চ মাধ্যমিক (ফাজিল) পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান দখল করেছেন কাটোয়ার মুলটি গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান মোজাম্মেল মল্লিক । তার প্রাপ্ত নম্বর ৫৫১ । কাটোয়ার কদমপুকুর হাইমাদ্রাসা থেকে মাদ্রাসা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন মোজাম্মেল । যদিও শনিবার উচ্চ মাধ্যমিক (ফাজিল) পরীক্ষার ফলাফল ঘোষণার দিন মোজাম্মেলকে কাটোয়ায় পাওয়া যায়নি । কারন পরীক্ষা দেওয়ার পরেই তিনি চলে যান উত্তরপ্রদেশে আরবি ভাষার ওপর একটি কোর্স করার জন্য। বর্তমানে তিনি উত্তরপ্রদেশেই রয়েছেন । সেখান থেকেই তিনি ফোনে জানিয়েছেন,ভবিষ্যতে আইনজীবী হতে চান ।
মুলটি গ্রামে পশ্চিমপাড়ার বাসিন্দা মোজাম্মেল মল্লিকের বাবা মোজাহার মল্লিক বছর সাতেক আগে রোগে মারা গেছেন । জনমজুর করে স্ত্রী হীরা মল্লিক, দুই মেয়ে এবং এক ছেলেকে নিয়ে ৫ জনের সংসার কোনো রকমে চালাতেন মোজাম্মেলের বাবা । অবশ্য দারিদ্রের মধ্যেই মৃত্যুর আগে কোনো রকমে দুই মেয়ের বিয়ে দিয়ে গিয়েছিলেন মোজাহার মল্লিক । কিন্তু তার মৃত্যুর পর কিশোর ছেলেকে নিয়ে অতান্তরে পড়ে যান হীরা মল্লিক । তবুও চরম দারিদ্রের মধ্যে একমাত্র ছেলের পড়াশোনার কিছু খরচ জুটিয়ে গেছে ওই মহিলা । বিধবাভাতার ১,০০০ টাকা এবং পারবর্তী সময়ে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের ৫০০ টাকা তাকে অনেকাংশে সহায়তা করেছে ।
জানা গেছে,ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ওকরসা হাইস্কুল এবং পরে কদমপুকুর সিনিয়র মাদ্রাসায় পড়াশোনা করেন মোজাম্মেল মল্লিক । ওই মাদ্রাসা থেকেই সে এবারের মাদ্রাসাবোর্ডের উচ্চ মাধ্যমিক (ফাজিল) পরীক্ষায় বসেন ৷ এদিন ফলাফল প্রকাশের পর জানা যায় মোট ৬০০ নম্বরের মধ্যে ৫৫১ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে দ্বিতীয় হয়েছেন ওই মেধাবী পড়ুয়া । বিভিন্ন বিষয়ে তার প্রাপ্ত নম্বর হল :-বাংলায় ৮৩, ইংরেজিতে ৯২, আরবিতে ৯৭, থিওলজিতে ৯৩, ইসলামিক ইতিহাসে ৯০, ইসলাম স্টাডিজে ৯৬ পেয়ে এবং ঐচ্ছিক বিষয়ে ৮০ নম্বর পেয়েছেন তিনি । মোজাম্মেল জানান,পড়াশোনার যাবতীয় খরচ জোটানোর সামর্থ্য তার পরিবারের নেই । কৈথন মাদ্রাসার সম্পাদক তাহের আলি শেখের আর্থিক সহায়তায় তিনি পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম হয়েছেন এবং এখনো তিনি সহায়তা করে যাচ্ছেন । একারনে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোজাম্মেল ।
কিন্তু এরপর পড়াশোনার খরচ কিভাবে চলবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন ওই পড়ুয়া । যদিও
মোজাম্মেলের উচ্চ শিক্ষার খরচ চালানোর জন্য যথাসাধ্য সহায়তার আশ্বাস দিয়েছেন কদমপুকুর সিনিয়র মাদ্রাসার প্রধানশিক্ষক জাকিরউদ্দিন শেখ।।