এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ ফেব্রুয়ারী : সরস্বতী পুজোমণ্ডপে হামলায় এপার বাংলা ওপার বাংলা একাকার হয়ে গেল । তবে পশ্চিমবঙ্গের ডায়মন্ডহারবারে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে । অভিযোগ যে দেবী প্রতিমার পোশাক খুলে গোটা শরীরে কামড়েছে অজ্ঞাত দুষ্কৃতীরা । বাংলাদেশের চট্টগ্রামে একটি সরস্বতী পূজো মণ্ডপে হামলার সঙ্গে ডায়মন্ডহারবারের ওই ঘটনার ভিডিও এক্স-এ শেয়ার করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হয়” এই সত্য কে খন্ডন করতে মমতা ব্যানার্জি কখনো বিজেপি মিথ্যাচার করছে বলে দাগিয়ে দেন, কখনো বা বিজেপির এজেন্ডা বলে চালানোর চেষ্টা করেন। সরকার ও প্রশাসনের মাথায় বসে আসলে তিনিই যে মিথ্যার বেসাতি করে যাচ্ছেন দিনের পর দিন আজ কিন্তু পশ্চিমবঙ্গের আপামর জনগণ বিলক্ষণ বুঝতে পারছেন। তাঁর কাছে সনাতন ধর্মের মানুষের ধর্মাচরণের স্বাধীনতার অধিকারের কোনো মূল্য নেই কারণ তাঁকে চেয়ারে বসে থাকতে হবে, ভোটের রাজনীতি করতে হবে, তাই তিনি জেহাদিদের অবাধ আচরণের অনুমতি দিয়ে রেখেছেন। তাই এদের দাপাদাপিতে হিন্দুরা ধর্মাচরণ পুজো অর্চনা টুকু করতে বাধাপ্রাপ্ত হচ্ছেন হুমকির মুখে পড়ছেন, যার নবতম সংযোজন হলো ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর বিধানসভার ঘটনা। বিষ্ণুপুর থানার অন্তর্গত মৌদিহাট যুবক সংঘ ক্লাবের সামনের আয়োজিত সরস্বতী পুজোয় প্রতিমার শাড়ি খুলে প্রতিমাকে বিবস্ত্র করল জেহাদিদের দল। এভাবেই প্রতিদিন হিন্দুদের আস্থা এবং ধর্মের উপর আঘাত হানা হচ্ছে।একপাশে ওপার বাংলায় সরস্বতী পুজোয় বই পোড়াচ্ছে, আর এপার বাংলায় প্রতিমার বস্ত্র খুলছে ! যাহা ইউনুস, তাহাই মমতা।’
যাহা ইউনুস, তাহাই মমতা।’
অন্যদিকে ডায়মন্ডহারবারের ওই মন্ডপে হামলার অন্য একটা ভিডিও পোস্ট করা হয়েছে ‘বাংলাদেশ হিন্দু নির্যাতন’ নামে একটা ফেসবুক পেজে । ক্যাপশনে লেখা হয়েছে, ‘এটা বাংলাদেশ নয়,এটা ভারতের পশ্চিমবঙ্গের ঘটনা’ । ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা গেছে, ‘তাহলে কি এটা বাংলাদেশের পরিণত হয়ে গেল ? ঠাকুরের গায়ে কোনরকম বস্ত্র নেই আর চারিদিকে কামড়ানোর দাগ…এই দেখুন । দেখুন দেবীর ঘট সহ সবকিছু ভাঙচুর করা হয়েছে । কোন রাজ্যে আমরা বাস করছি চিন্তা করুন । তাহলে কি এটা বাংলাদেশের পরিণত হলো ? আজকে মায়ের গায়ে বস্ত্র নেই এই দেখুন ঠাকুরটার অবস্থা । মায়ের গায়ে কামড়ানোর জাগ অব্দি আছে । সব ভেঙে দিয়েছে। এ এক লজ্জাজনক বিষয় । আমরা তাহলে আজকে সত্যি বাংলাদেশীতে পরিণত হলাম । এখনো মানুষ যদি না সচেতন হও, আজ ঠাকুরের উপর হয়েছে কালকে আমাদের ঘরের মা বোনেদের উপরে হবে ।’ যদিও কোনো ভিডিও-এর সত্যতা যাচাই করেনি এইদিন । ডায়মন্ড হারবারের কোন মণ্ডপে হামলা চালানো হয়েছে তাও জানানো হয়নি ওই ফেসবুক পেজে ।
অন্যদিকে বাংলাদেশের চট্টগ্রাম, রাজশাহী,পাবনা সহ একাধিক জেলায় সরস্বতী পূজা মন্ডপের হামলার ঘটনা ঘটেছে৷ চট্টগ্রাম জেলার হাটহাজারীর ফটিকার নতুন সেনবাড়িতে সরস্বতী প্রতিমা ভাঙচুরের পাশাপাশি পুজোর সকল উপকরণ ও দেবী প্রতিমার সামনে রাখা পড়ুয়াদের সমস্য পাঠ্যপুস্তকে আগুন ধরানো হয়েছে । স্বরস্বতী প্রতিমা বিসর্জনের সময় সনাতনীদের উপর হামলা ও মন্দির ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে রাজশাহীর মুন্নাজান বোয়ালিয়া থানার ফুদকি পাড়া এলাকায় । পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার স্কুলপাড়া সরস্বতী পূজা মন্ডপে হামলা, প্রতিমা ভাংচুরের চেষ্টার ঘটনা ঘটেছে । হামলায় শিশু ও নারী সহ একাধিকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে ।।