দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৩ নভেম্বর : এক আদিবাসী কিশোরীর শ্লীলতাহানীর অভিযোগে মূর্শিদাবাদ জেলার বাসিন্দা এক প্রৌঢ়কে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতের নাম ছবি শেখ(৫৮) । তার বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার কালমেধা গ্রামে । মঙ্গলবার বিকেলে ভাতার থানার গর্দানমারি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ । বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয় ।
জানা গেছে,নির্যাতিতা কিশোরীর বাড়ি ভাতার থানার কুড়ুম্ব গ্রামের আদিবাসী পাড়ায় । তার বাবা-মা দু’জনেই জনমজুরের কাজ করেন । মেয়েটি বাসুদা হাইস্কুলে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে । অন্যদিকে পেশায় কাঠের মিস্ত্রি ছবি শেখ
গর্দানমারি এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকত । সেখানে কাঠের চৌকি তৈরি করে গ্রামে গ্রামে ফেরি করত । দিন সাতেক আগে কিশোরীর বাড়িতে একটি চৌকি বিক্রি করেছিল ওই প্রৌঢ় । সেই সুত্রেই কিশোরীর পরিবারের সঙ্গে তার পরিচয় । সুযোগ পেলেই কিশোরীদের বাড়ি যেত ছবি শেখ । বাবার থেকে বয়সে বড় ওই প্রোঢ়কে মেয়েটি ‘কাকু’ সম্বোধন করত ।
ঘটনাটি ঘটে মঙ্গলবার বেলার দিকে । মেয়েটির বাবা মা তখন মাঠে ধান কাটার কাজ করতে গেছে । হঠাৎ কিশোরীদের বাড়ি চলে যায় ছবি শেখ । বছর তেরোর ওই কিশোরী প্রৌঢ়ের কুমতলব বুঝতে পারেনি । তাকে বসার জায়গা দেয় মেয়েটি । তারপর দু’চার কথার মাঝেই কিশোরীর শ্লীলতাহানীর চেষ্টা করে । মেয়েটি তখন চিৎকার করে ওঠে । ছুটে আসেন প্রতিবেশীরা । ততক্ষণে গুনধর প্রৌঢ় চম্পট । পরে কিশোরীর পরিবার এনিয়ে ভাতার থানায় এনিয়ে অভিযোগ দায়ের করলে ওইদিন বিকেলেই অভিযুক্ত প্রৌঢ়কে পাকড়াও করে পুলিশ । পুলিশ ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানী ও পকসো (protect children from sexual offences) আইনে মামলা রুজু করে এদিন আদালতে পাঠায় ।।