এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,২৪ নভেম্বর : করোনা পরিস্থিতির সময় দেশের মানুষকে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’ মাধ্যমে বিনামূল্যে রেশন দিয়েছিলেন নরেন্দ্র মোদী সরকার । পূর্ব ঘোষণা মত তার মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা । তবে প্রকল্পটি এখনই বন্ধ না করে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র । বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় মন্ত্রীসভা । পাশাপাশি এদিন কৃষি আইন প্রত্যাহারের প্রস্তাবও মঞ্জুর করা হয় ।
প্রসঙ্গত,প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার (PMGKAY) অধীনে দেশের ৮০ কোটিরও বেশি উপভোক্তাকে প্রতি মাসে বিনামূল্যে ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হচ্ছে । কোভিড পরিস্থিতির কারনে
প্রাথমিকভাবে ২০২০ সালের এপ্রিল থেকে তিন মাসের জন্য প্রকল্পটি চালু করা হয়েছিল । কিন্তু অতিমারি পরিস্থিতির উন্নতি না হওয়ার কারনে আরও পাঁচ মাসের জন্য প্রকল্পটি চালু রাখা হয় । সেই হিসাবে চলতি মাসে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা ।
সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সুধাংশু পাণ্ডে জানিয়েছিলেন,আগামী ৩০ নভেম্বরের পর বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ বৃদ্ধির এখনও কোনও প্রস্তাব তাঁদের কাছে এসে পৌঁছয়নি । আর এর পরেই প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে দেশ জুড়ে জল্পনা চলছিল । কিন্তু এদিন কেন্দ্রীয় মন্ত্রীসভা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের সময়কাল আগামী বছর মার্চ মাস পর্যন্ত বর্ধিত করল ।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সাংবাদিক সম্মেলনে এনিয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ কেন্দ্রীয় মন্ত্রীসভা আজ দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে । প্রথমত, তিন কৃষি আইন বাতিলের প্রস্তাব মঞ্জুর করা হয়েছে । সংসদের আসন্ন অধিবেশনে কৃষি আইন প্রত্যাহারকে অগ্রাধিকার দেওয়া হবে । এছাড়া পিএমজিকেওয়াই প্রকল্পটি ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত চালু রাখা হবে । তিনি জানান, পিএমজিকেওয়াইয়ের সময় সীমা বর্ধিত করার ফলে রাজকোষের উপর ৫৩,৩৪৪ কোটি টাকার বাড়তি বোঝা পড়বে । মোট খরচ প্রায় ২.৬ লক্ষ কোটি টাকায় পৌঁছবে বলে তিনি জানান ।।