এইদিন ওয়েবডেস্ক,খার্তুম,২৯ ডিসেম্বর : দক্ষিণ সুদানের পশ্চিম কর্ডোফান(Kordofan) রাজ্যে সোনার খনিতে ধ্বসের ফলে কমপক্ষে ৩৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে । রবিবার সুদানের পশ্চিম কর্ডোফানের এল নাহুদ(El Nahud) এলাকার দারসায়ার (Darsaya) একটি সোনার খনির বেশ কয়েকটি খাদ ধসে পড়ে । তখন প্রচুর শ্রমিক খনিতে নেমে কাজ করছিল । ফলে তাঁরা মাটি চাপা পড়ে যান । দূর্ঘটনার পরেই উদ্ধারকারী দল গিয়ে উদ্ধার কাজ শুরু করে । পশ্চিম কর্ডোফান রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই দূর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়েছে । ৮ জন শ্রমিক আহত হয়েছেন । আহতদের এল নাহুদ টিচিং হাসপাতালে (El Nahud Teaching Hospital)
চিকিৎসা চলছে । সুদানিজ মিনারেল রিসোর্সেস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক উম্ম ড্রাইসায়া (Umm Draisaya) খনির ধসের ফলে মারা যাওয়া শ্রমিকের মৃত্যুর জন্য শোক প্রকাশ করে মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছেন ।
পশ্চিম কর্ডোফান রাজ্যের এল নুহুদ শহরের কাছে ধ্বস কবলিত ওই খনিটি সুদানের রাজধানী খার্তুম থেকে প্রায় ৫০০ কিলোমিটার পশ্চিমে । পশ্চিম কর্ডোফান রাজ্য সরকার এবং রাজ্যের নিরাপত্তা কমিটি খনিটি বিপজ্জনক ঘোষণা করে বন্ধ করার নির্দেশ জারি করেছিল । তা সত্ত্বেও বহাল তবিয়তে চলছিল সোনা খননের কাজ । যার ফলে ভয়াবহ এই দূর্ঘটনাটি ঘটে ।
প্রসঙ্গত,সুদান বিশ্বের নবম এবং আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ । দারফুর, দক্ষিণ কর্ডোফান এবং ব্লু নীল সহ সুদান জুড়ে সোনার খনি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । সুদানের উত্তর ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মরুভূমিতে লক্ষ লক্ষ খনি রয়েছে । দেশে সোনা উৎপাদন প্রতি বছর ৯৩ টন ছাড়িয়েছে । সুদানের সোনার উৎপাদন ঐতিহ্যগতভাবে মূলত অনিয়ন্ত্রিত ও ব্যক্তিগত ভাবে পরিচালিত হয়ে এসেছে । যার ফলে খনি শ্রমিকদের নিরাপত্তার দিকটি অবহেলিত রয়ে গেছে । বছর দুয়েক আগে থেকে এই মূল্যবান ধাতুর খনি ও রপ্তানি নিয়ন্ত্রণ করতে শুরু করে সুদানের অন্তর্বর্তীকালীন সরকার । প্রায় ২০ লক্ষ সুদানী শ্রমিক সুদানের ঐতিহ্যবাহী সোনার খনি শিল্পে নিযুক্ত রয়েছে বলে সরকারি পরিসংখ্যান থেকে জানা গেছে ।।