এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,২৫ জুলাই : বাসের ধাক্কায় হাওড়ার জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৌমিতা দেবনাথের মর্মান্তিক মৃত্যু । মাত্র ৩৫ বছর বয়সেই ঝড়ে গেল এক তরুন প্রতিভা । বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি যখন একটি বাইকের পিছনে বসে নিজের স্কুলে গানের প্রশিক্ষণ দিতে যাচ্ছিলেন সেই সময় একটি বেপরোয়া গতির বাস তার বাইকে সজোরে ধাক্কা দেয় । মাথায় গুরুতর আঘাত লাগে তার । শিল্পিকে উদ্ধার করে দ্রুত উলুবেরিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি । পুলিশ বাসটিকে আটক করেছে। আটক করা হয়েছে বাসের চালককেও ।
জানা গেছে,উলুবেরিয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাউরিয়া সিপাই পাড়ায় বাড়ি মৌমিতা দেবনাথের । তিনি বেতার এবং টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন । এছাড়াও বিভিন্ন শহরে নিয়মিত সে অনুষ্ঠান করতেন । প্রতিদিন সন্ধ্যায় নিমদিঘিতে নিজের গানের স্কুলে গান শেখাতে যেতেন মৌমিতা । বৃহস্পতিবার সন্ধাতেও যথারীতি তিনি একজনের বাইকের পিছনে বসে স্কুলে যাচ্ছিলেন । কিন্তু তাদের বাইক সন্ধ্যে ৬ টা নাগাদ উলুবেড়িয়ার রাজাপুর থানার খলিসানি বেলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কের কোলাঘাট মুখি লেনে আসতেই একটা বেপরোয়া গতির যাত্রীবাহী বাস বাইকে সজোরে ধাক্কা দেয় । মৌমিতা দেবনাথ ও বাইক চালক ছিটকে পড়েন । মাথায় হেলমেট থাকায় প্রাণে বেঁচে যান বাইক চালক । কিন্তু মৌমিতাদেবীর মাথায় গুরুতর আঘাত লাগে । আর সেই আঘাতেই মৃত্যু হয় তার । খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মৃতার পরিবারের লোকজন। এই প্রতিভাবান শিল্পীর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার পরিজনসহ গোটা এলাকা ।।