এইদিন ওয়েবডেস্ক,ভরতপুর(মুর্শিদাবাদ),২৪ জুলাই : ফের খুনের ঘটনা ঘটলো মুর্শিদাবাদ জেলায় । এবারে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানা এলাকার এক তৃণমূল কর্মীকে বোমা মেরে এবং নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে । পুলিশ জানিয়েছে, মৃতের নাম ষষ্ঠী ঘোষ (৫৫)। তার বাড়ি ভরতপুর থানার সেহালাই গ্রামে । বুধবার রাতে পার্শ্ববর্তী ঝুনিয়া গ্রামের কাছে কুয়ো নদীর বাঁধ থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ । দেহটি ময়নাতদন্তের জন্য কাঁদি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । এলাকার সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন ষষ্ঠী ঘোষ । তিনি আলুগ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের ঘনিষ্ঠ ছিলেন । খুনে জড়িত সন্দেহে ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই খুনের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পুরনো শত্রুতার জেরেই ষষ্ঠী ঘোষকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের ।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেল চারটে নাগাদ চাষের কাজে মাঠে গিয়েছিলেন ষষ্ঠী ঘোষ । এরপর রাত্রি আটটা নাগাদ বাড়িতে খবর আসে যে ষষ্ঠী ঘোষের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে ঝুনিয়া গ্রামের কাছে কুয়ো নদীর নদীর বাঁধে । পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে কাঁদী মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । মৃতের জামাই ভীম পালের দাবি, এর আগেও তার শ্বশুরকে কয়েকবার খুনের চেষ্টা করা হয়েছিল।পুলিশ জানিয়েছে, মৃত ষষ্ঠী ঘোষের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, খুন-সহ একাধিক অভিযোগ ছিল। জামিনে মুক্ত ছিলেন। নিয়মিত থানায় হাজিরা দিতেন।।