প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২১ মার্চ : কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগে অভিযুক্ত বর্ধমানের তৃণমূল কাউন্সিলারকে পুলিশ নাকি খুঁজেই পাচ্ছে না ।অথচ ফেরার সেই কাউন্সিলার বসির আহমেদকে ১৭ মার্চ শপথ বাক্য পাঠ করিয়েছেন বর্ধমান উত্তরের মহকুমাশাসক তীর্থাঙ্কুর বিশ্বাস । এই ঘটনার প্রতিবাদ জানাতে সোমবার চুড়ি ও শাড়ি হতে নিয়ে পথে নামলো বর্ধমানের যুব কংগ্রেস কর্মীরা । শাড়ি ও চুড়ি হাতে নিয়ে বর্ধমান শহরের রাজপথে বসে অভিনব প্রতিবাদের মধ্য দিয়ে যুব কংগ্রেস কর্মীরা মহকুমাশাসকের অপসারণ ও অভিযুক্ত তৃণমূল কাউন্সিলের গ্রেফতারের দাবি জানান । পথে বসে কিছুক্ষণ প্রতিবাদ বিক্ষোভ চলার পর কংগ্রেস কর্মীরা বর্ধমান উত্তরের মহকুমাশাসকের অফিসের দিকে যাবার চেষ্টা করেন । পুলিশ তাতে বাধা দিলে
যুব কংগ্রেস কর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন।এই ঘটনায় পুলিশ ৬ জন যুব কংগ্রেস কর্মীকে আটক করেছে।
যুব কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি গৌরব সমাদ্দার বলেন,২ মার্চ পুরসভা ভোটের ফল প্রকাশের পরেই রাজনৈতিক হিংসার নজিরবিহীন ঘটনা ঘটে শহর বর্ধমানে। শহরের বাবুরবাগ নতুনপল্লী এলাকার কলেজ ছাত্রী তুহিনা খাতুনকে আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগ ওঠে বর্ধমানের ২৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী বসির আহমেদ ওরফে বাদশা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে । এই ঘটনা রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেয় । বামেদের পাশাপাশি কংগ্রেস নেতৃত্বও ছাত্রী তুহিনার মৃত্যুর ঘটনার প্রতিবাদে স্বোচ্চার হয় । প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীররঞ্জন চৌধুরীও ছাত্রীর বাড়িতে গিয়ে পাশে থাকার বার্তা দিয়ে আসেন ।ঘটনা নিয়ে ছাত্রীর পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ এখন পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত বসির আহমেদ এখনও গ্রেফতার হয় নি । পুলিশ নাকি তাঁর খোঁজই পাচ্ছে না ।অথচ সেই ফেরার অভিযুক্ত ১৭ মার্চ সশরীরে পৌছে গেল বর্ধমান উত্তরের মহকুমাশাসকের অফিসে । সেখানে চুপিসাড়ে মহকুমা শাসক তাঁকে শপথবাক্যও পাঠ করলেন ।গত শনিবার এই খবর ফাঁস হয়।গৌরব সমাদ্দার দাবি করেন,এই ঘটনাই প্রমান করে দেয় প্রশাসন কতটা শাসক দলের দলদাসে পরিণত হয়েছে । আর তার কারণেই একজন ফেরার অভিযুক্ত কাউন্সিলারকে শপথ বাক্য পাঠ করাতেও কণ্ঠাবোধ করলেন না মহকুমা শাসক ।তাই তাঁর এই কীর্তির প্রতিবাদ স্বরুপ যুব কংগ্রেস এদিন শাড়ি ও চুড়ি হাতে নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে ।।