🌺 বেদান্ত বলেন, তােমার অদৃষ্ট তােমার নিজের হাতে—তােমার কর্মই তােমার এই শরীর গঠন করিয়াছে, অপর কেহ তােমার হইয়া এ শরীর গঠন করে নাই। সেই সর্বব্যাপী ভগবান, তােমার অজ্ঞান বশতঃ অব্যক্ত রহিয়াছেন ; আর তুমি যেসব সুখ-দুঃখ ভােগ করিতেছ, এগুলির জন্য তুমিই দায়ী। ভাবিও না তোমার অনিচ্ছা সত্ত্বেও তুমি এই ভয়াবহ জগতে আনীত হইয়াছ। তােমাকে জানিতে হইবে—তুমিই ধীরে ধীরে তােমার জগৎ রচনা করিয়াছ এবং এখনও করিতেছ। তুমি নিজেই আহার করিয়া থাকো, অপর কেহ তােমার হইয়া আহার করে না। তুমি যাহা খাও, তাহার সারভাগ তুমিই শরীরে শােষণ করিয়া লও—অপর কেহই তােমার হইয়া উহা করে না ; তুমিই ঐ খাদ্য হইতে রক্ত মাংসের দেহ প্রস্তুত করিয়া থাকো, অপর কেহ তােমার হইয়া উহা করে না। যদি ইহা সত্য হয় যে, বর্তমানে তুমি নিজ শরীর গঠন করিতেছ, তবে ইহাও সত্য যে, অতীতেও তুমি নিজ শরীর গঠন করিয়াছ, ভবিষ্যতেও করিবে। আর ভাল-মন্দ সব কিছুরই দায়িত্ব তােমার। ইহা বড়ই আশার কথা যে, আমি যাহা করিয়াছি, আমিই আবার তাহা নষ্ট করতে পারি ।