প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৯ জুলাই : গোপন সোর্স মাধ্যমে খবর পেয়ে এক মহিলা অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করলে বর্ধমান থানার পুলিশ ধৃতের নাম অঞ্জলি তুড়ি । তিনি বর্ধমান থানার সরাইটিকরের ভাসাপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।পুলিশের দাবি ওই বাড়ির একটি ঘরে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ব্যাগে রাখা একটি পাইপগান ও এক রাউন্ড গুলি মিলেছে ।অস্ত্র কেনা বেচার চক্রে আর কোন মহিলা যুক্ত রয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে ।
পুলিশ জানিয়েছে ,অঞ্জলি তুড়ি ভাড়া বাড়িতে
বসে অস্ত্র কেনাবেচা করছে বলে পুলিশের কাছে খবর পৌছায়। সেই খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে অঞ্জলির বাড়িতে হানা দেয় ।পুলিশ ঘরে ঢোকার খানিক আগে কয়েকজন মহিলা সেখান থেকে পালিয়ে যায়।এর পর ঘরে তল্লাশি চালানো হলে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয় । আগ্নেয়াস্ত্রটি বিক্রী করার জন্যেই ঘরে রাখা ছিল বলে পুলিশ মনে করছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে অস্ত্র কারবারে জড়িত থাকার কথা ধৃত মহিলা স্বীকার করেন।
তার বিত্তিতে সাব-ইন্সপেক্টর নীলিমা দাস অভিযোগ দায়ের করলে বর্ধমান থানা অস্ত্র আইনের ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে।
এদিনই ধৃত অঞ্জলি তুড়িকে বর্ধমান আদালতে পেশ করা হয়।ধৃতের হয়ে কোনও আইনজীবী যদিও এদিন দাঁড়ান নি। ভারপ্রাপ্ত সিজেএম ১ আগস্ট পর্যন্ত ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।।