এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ জুলাই : দেশে হিন্দু সম্প্রদায়ের উপর একের পর এক জিহাদি হামলার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনার । সপ্তাহ খানেক আগে এই চিঠি নবান্নে এসে পৌঁছায় বলে জানা গেছে । চিঠিতে হাসিনা নব নির্মিত পদ্মা সেতু দেখে যাওয়ার জন্যেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ।
কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের তরফ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আম পাঠানোর জন্য সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জ্ঞাপন করে একটা চিঠি পাঠিয়েছিলেন। সেই ধন্যবাদ চিঠি পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১২ জুলাই পাল্টা মমতাকে একটা চিঠি পাঠান । আর সেই চিঠির একঅংশে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আপনি ইতিমধ্যে জেনেছেন,বাংলাদেশ নিজের অর্থে পদ্মা বহুমুখী সেতু নির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত পথে আত্মনির্ভরশীল সোনার বাংলা নির্মাণের বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গেছে। এই সেতু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা ভারতের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে ও বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি। আপনার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ রইলো ।
এখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই প্রস্তাব গ্রহন করেন নাকি সেটাই লক্ষ্যনীয় । কারন বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের হিন্দুদের ক্রমাগত টার্গেট করা হচ্ছে । হিন্দু শিক্ষক খুন, জুতোর মালা পড়িয়ে ঘোরানোর পর নড়াইলের হিন্দুদের উপর মারাত্মক হামলা চালিয়েছে মুসলিম কট্টরপন্থীরা । অথচ বাংলাদেশের পুলিশ জিহাদিদের আড়াল করতে উলটে অত্যাচারিত হিন্দুদের উপরেই চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ । এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলাদেশ সফর করেন তাহলে তিনি পশ্চিমবঙ্গের হিন্দুদের অসন্তোষের মুখে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে ।।