দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৮ জুন : অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক আছে,এই সন্দেহের বশে স্ত্রীকে নৃসংসভাবে কুপিয়ে খুন করল স্বামী ।শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার সাগিরা গ্রামে । খবর পেয়ে পুলিশ গিয়ে বিজলী দাস(২৮) নামে ওই গৃহবধুকে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে মঙ্গলকোট ব্লক হাসপাতালে আনে । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । এদিকে খুনি স্বামী তাপস দাস ঘটনার পর থেকেই উধাও হয়ে গেছে । তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
জানা গেছে,সাগিরা গ্রামেই বাপেরবাড়ি বিজলীদেবীর । প্রায় ৯ বছর আগে একই গ্রামের বাসিন্দা পেশায় লেদ কারখানার শ্রমিক তাপস দাসের সঙ্গে তার বিয়ে হয় । তাঁদের দুই সন্তান রয়েছে । বছর তিনেক ধরে মানসিক রোগের লক্ষ্মণ দেখা যায় তাপসের । আর তখন থেকেই তার বদ্ধমূল ধারনা জন্মে,তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত । এই সন্দেহের বশে সে প্রায়শই স্ত্রীকে মারধর করত বলে জানিয়েছেন নিহত বধূর মা পুতুরানি দাস ।
তিনি জানান,অত্যাচার সহ্য না করতে পেরে দিন কয়েক আগে তাঁদের কাছে চলে আসে মেয়ে । কিন্তু দু’দিন আগে জামাই ঝগড়াঝাটি করে মেয়েকে নিয়ে চলে যায় । শুক্রবার রাতের দিকে মেয়ের আর্ত চিৎকারে তাঁরা ছুটে যান । গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় একটি ঘরের মধ্যে পড়ে রয়েছে তাঁর মেয়ে । মেয়ের গলা ও ঘারের কাছে একাধিক ক্ষতচিহ্ন দিয়ে রক্তের স্রোত বেড়িয়ে আসছে ।
জানা গেছে,গ্রামবাসীরাই থানায় খবর দেয় । এরপর পুলিশ বধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । কিন্তু তার আগেই মৃত্যু হয় বধুর । নিহতের পরিবারের পক্ষ থেকে এনিয়ে থানায় এফআইআর দায়ের করা হয়েছে ।।