এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,২৭ সেপ্টেম্বর : এবারের বিদ্যুৎ চুরির অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার শহিদ মাতঙ্গিনী ব্লকের আলুয়াচক এলাকার তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে । অভিযুক্ত তৃণমূল নেতার নাম সুনীল দেব অধিকারী । তিনি এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য । তার স্ত্রী নীলিমা দেব অধিকারীও পঞ্চায়েত সমিতির প্রাক্তন মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ । জানা গেছে,মাতঙ্গিনী ব্লকের খারুই ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলুয়াচকে দোতলা পাকা বাড়ি রয়েছে সুনীল দেব অধিকারীর । বাড়ির সামনের রাস্তা দিয়ে গেছে বিদ্যুতের লাইন । আর সেই লাইনে হুক করে গোটা বাড়ির বিদ্যুৎ ব্যবহার করতেন বলে অভিযোগ ।
জানা গেছে,বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ অফিসে একাধিকবার অভিযোগও জানান । কিন্তু শাসকদলের ব্লক স্তরের নেতা হওয়ার প্রভাব কাজে লাগিয়ে এতদিন তিনি পার পেয়ে যান । অবশেষে দিন দুয়েক আগে বিদ্যুৎ দপ্তরের লোকজন আচমকা সুনীলের বাড়িতে হানা দিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে । তমলুক থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় । এদিকে এফআইআর দায়েরের পর থেকেই গা ঢাকা দিয়েছেন ওই তৃণমূল নেতা। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।।