দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২২ জানুয়ারী : ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতরা হল ভাতার থানার এরুয়ার গ্রামের বাসিন্দা আজাদ শেখ ও সঞ্জীব দাস কর্মকার এবং তুলসীডাঙ্গা গ্রামের বাসিন্দা উলফত খান । ধৃতদের কাছ থেকে ভোজালি,রড, দড়ি, ব্যাগ প্রভৃতি ডাকাতির সরঞ্জাম ছাড়াও কাগজে আঁকা একটি রুটম্যাপও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
পুলিশ জানিয়েছে,শনিবার গভীর রাতে বর্ধমান কাটোয়া রাজ্যসড়কে ভাতারের বড়পোশলা গ্রামের কাছে কয়েকজন জড়ো হওয়ার খবর আসে ভাতার থানা । এরপর পুলিশের একটি দল সেখানে হানা দেয় । পুলিশের গাড়ি দেখে জড়ো হওয়া দুষ্কৃতীরা ছুটে পালানোর চেষ্টা করে । পুলিশ তাদের পিছু ধাওয়া করে । বাকিরা পালাতে সক্ষম হলেও ৩ জনকে ধরা পড়ে যায় । ডাকাতির উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল বলে ধৃতরা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ । রবিবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয় ।।