পুষ্পশোভিত সদা হাস্যময়
ভ্রমর গুঞ্জিত কুঞ্জকানন
পাখির সুরেলা গীতে আপন ছন্দ
হে রবি, আপনাকে জানাতে অভিনন্দন।
উত্তাল নদী প্লাবিত জোয়ার
বাতাসে সুবাসিত কলরব
হে বিশ্ববরেণ্য আপনাকে নিয়েই চর্চা আজ
আপনার জন্যই যে সব।
বহুবিধ প্রতিভার আধার
আপনার স্পর্শে সমৃদ্ধ বিশ্বের সাহিত্য সম্ভার।
বিশ্বের মানুষ রাখবে মনে চিরদিন
আপনার সৃষ্টি উপহার।
সোনার তরী একযুগ হতে অন্য যুগে নিয়ে গেছে অশেষ সম্ভার।
তাই বিস্ময় জাগে তুমি কি শুধু একটি নাম?
তুমি রবি, তুমি রবীন্দ্রনাথ
তোমার চরণে শতকোটি প্রণাম ।।