বলতে পারো! আকাশ কেনো নীল?
সমুদ্রে মাঝে হই কেন সামিল ?
খুশির ছোঁয়ায় উড়ে যায় একঝাঁক গাঙচিল।
ইচ্ছেগুলো বাতাস খোঁজে একলা মনে
যাই ভেসে যাই দূর গগনে।
বাকিটুকু থাক আমার সনে
আমিই সেরা জানাই প্রতিক্ষণে।
বলতে পারো
বাতাস কেনো হাসে ?
পাতার ফাঁকে মিষ্টি রোদে পরশ পেয়ে সমীর যেন ভাসে।
বাকিটুকু থাক আমার পাশে পাশে।
চরণছুঁই ভোরের ঘাসে ঘাসে।
প্রাণটুকু যে সবাই ভালোবাসে।
বলতে পারো
মাটি কেন ডাকে?
মাটিতেই প্রাণ, মাটিতেই ঘ্রাণ আর মাটিতেই জীবন দান।
এই মাটির বুক চিরে মাটিকেই জানাই সম্মান।
এই মাটিতেই জন্ম তাই মাটিরই রাখবো মান।
বলতে পারো!
পাথর কেনো কঠিন?
একলা পথে হোঁচট খেয়ে গলবে না তো শরীর
আমিই যোদ্ধা, আমিই বাহুবীর।
এই ভবেতে আমায় দেখে করে যে নতশির।
পাড়িয়ে চলো যত খুশি ধরবে না কোনো চিড়।
বলতে পারো আগুন কেন জ্বলে ?
ধ্বংস হই, পুড়ে মরি, নিজেকে করি শেষ।
নিজের কাছে নিজেই জব্দ,
তবুও রাখি না কিছু অবশেষ
ভয় নেই হইনা নিঃশেষ।
একটু বারুদ আমার স্পর্শে ছড়িয়ে দেয় মৃত্যুর ক্লেশ।
বলতে পারো জল কেন হয় বরফ ?
সুযোগ পেলেই গলতে থাকি নিই তরলের রূপ
আটকাতে পারে না কেউ কখনো ধরি যে স্বরূপ।
জীবন বাঁচে জীবনের তরে মরণ চাইনা তাতে
আমিই সেরা সবাই জানে রাখি সবাইকে দুধে ভাতে ।