এইদিন ওয়েবডেস্ক,গঙ্গানগর(রাজস্থান),১৯ জুলাই : নূপুর শর্মাকে খুন করতে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকলো পাকিস্থানি জিহাদি । রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলায় আন্তর্জাতিক সীমান্তের কাছে রিজওয়ান আশরাফ (Rizwan Ashraf,24) নামে ওই অনুপ্রবেশকারী যুবককে গ্রেফতার করেছে বিএসএফ (BSF) । প্রাথমিক তদন্তে বিএসএফ জানতে পেরেছে ধৃতের বাড়ি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কুঠিয়াল শেখ(Kuthiyal Shaikh) এলাকায় । সম্প্রতি পাকিস্তানে বাহাউদ্দিন জেলায় মুল্লা এবং ওলেমাওদের একটি সভায় সে যোগ দিয়েছিল । আর তখনই সে নূপুর শর্মাকে হত্যার বিষয়ে মনস্থির করে ফেলে ।
ধৃত অনুপ্রবেশকারী যুবক বিএসএফের কাছে জানিয়েছে,ভারতে ঢোকার জন্য সে গুগল ম্যাপের সাহায্য নিয়েছিল । তারপর সে লাহোর হয়ে শনি-রবিবার রাতে ভারতে ঢোকে । আজমের দরগায়(Ajmer Dargah)গিয়ে চাদরও চড়িয়ে আসে । কিন্তু গঙ্গানগর জেলায় হিন্দুমালকোট সেক্টরের কাছে বিএসএফের হাতে ধরা পড়ে যায় । এভাবে রীতিমতো ছক কষে একজন পাকিস্থানি ভারতে অনুপ্রবেশ করায় ভাবাচ্ছে গোয়েন্দাদের ।
এদিকে নবী মহম্মদকে নিয়ে বিবৃতিতে নূপুর শর্মাকে বড় স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত ১০ আগস্ট পর্যন্ত তাঁর গ্রেফতারি স্থগিত করেছেন । এ বিষয়ে পরবর্তী শুনানির দিনও ধার্য করা হয়েছে। আদালত কেন্দ্র এবং রাজ্যগুলিকে নোটিশ জারি করেছে । এই নোটিশে আদালত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞাসা করেছে কেন নূপুর শর্মার বিরুদ্ধে নথিভুক্ত মামলাগুলি এক জায়গায় স্থানান্তর করা হবে না । মনে করা হচ্ছে রাজ্য ও কেন্দ্রের উত্তরের পরই একটি এফআইআর করে মামলা স্থানান্তরের সিদ্ধান্ত নেবে আদালত । উল্লেখ্য,দিল্লি, উত্তরপ্রদেশ, পপশ্চিমবঙ্গ,এবং মহারাষ্ট্র মিলে নুপুর শর্মার বিরুদ্ধে মোট ৯ টি মামলা নথিভুক্ত রয়েছে । যেগুলিকে স্থানান্তরের জন্য প্রাক্তন বিজেপি মুখপাত্র আদালতের কাছে দাবি করেছেন ।।