প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৯ জুলাই : জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল সিআইডির এক ডিএসপি ও এক সিভিক ভলান্টিয়ারের। মৃত ডিএসপির নাম প্রশান্ত কুমার নন্দী (৫৮)। তাঁর বাড়ি পশ্চিম বর্ধমানের অন্ডালে । অপর মৃত সিভিক ভলেন্টিয়ার সন্তোষ সরকার (৩৮) এর বাড়ি পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার শ্রীরামপুর গ্রামে ।দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন বর্ধমানের খালাসী পাড়া নিবাসী সিআইডি আফিসারের গাড়ির চালক শুভঙ্কর মাঝি।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার আঝাপুর এলাকায় ২ নম্বর জাতীয় সড়কে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ,একটি চারচাকা গাড়িতে চড়ে কলকাতার দিকে যাচ্ছিলেন সিআইডির ডিএসপি (বর্ধমান ) প্রশান্ত কুমার নন্দী । তাঁর সঙ্গেই ছিলেন সিভিক ভলেন্টিয়ার সন্তোষ সরকার। আঝাপুর এলাকায় হঠাৎই তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রেলারের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ডিএসপি প্রশান্ত কুমার নন্দী ও সিভিক ভলেন্টিয়ার সন্তোষ সরকারের । এই খবর পেয়েই জামালপুর থানার পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌছে গিয়ে গুরুতর জখম গাড়ির চালক শুভঙ্কর মাঝিসহ ডিএসপি ও সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধায় করে বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক ডিএসপি প্রশান্ত কুমার নন্দী ও সিভিক ভলেন্টিয়ার সন্তোষ সরকারকে মৃত বলে ঘোষনা করেন । আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সিআইডি অফিসারের গাড়ির চালক শুভঙ্কর মাঝি।
দুর্ঘটনার খবর পেয়ে অনাময় হাসপাতাল যান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন। তিনি বলেন, ‘দুর্ঘটনায় দু’জন মারা গেছেন। তাদের মধ্যে একজন ডিএসপি পদমর্যাদার অফিসার আছেন ।’ ডিএসপি ডিআইবি কৌশিক ঘোষ জানান,এদিন প্রশান্ত কুমার নন্দী কলকাতায় সিআইডি হেডকোয়াটারে যাচ্ছিলেন । প্রত্যক্ষদর্শী রবি রায় বলেন, দ্রুত গতিতে যাওয়ার সময়ে সিআইডি অফিসারের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রেলারে পিছনে ধাক্কা মারে । তাতেই চার চাকা গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় । ঘটনাস্থলেই গাড়িতে থাকা দু’জনের মৃত্যু হয় । দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি আটক করে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছ ।।