এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১৯ জুলাই : লখনউয়ের লুলু মলে (Lulu mall) নামাজ বিতর্কে ৪ জন ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করল লখনউ পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম নোমান, লুকমান, আতিফ ও রেহান । এর মধ্যে সীতাপুরের বাসিন্দা নোমান ও লুকমান সহদর ভাই । তবে তারা বর্তমানে খুররম নগর এলাকার বসবাস করছিল । বাকি দু’জন খুররম নগর এলাকার বাসিন্দা ।
প্রসঙ্গত,দিন কয়েক আগে লখনউয়ের লুলু মলের একটি ভিডিও ভাইরাল হয়েছিল । ভিডিওতে ৮ জন ব্যক্তিকে মলের মধ্যে নামাজ পড়তে দেখা যায় । এদিকে এই ভিডিও প্রকাশ্যে আসার পর ব্যাপক তোলপাড় পড়ে যায় । হিন্দু সংগঠনগুলোও হনুমান চালিসা পাঠের চেষ্টা করে । বিষয়টি কানে যেতেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কড়া অবস্থান নেন । লুলু মলে নামাজ পড়া নিয়ে যারা রাজনীতি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি । এমনকি তদন্তে কোনো প্রকার গাফেলতি হলে পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পুলিশ জানিয়েছে,ধৃতদের বিরুদ্ধে গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে । তারা কার নির্দেশে লুলু মলে নামাজ পড়ছিল,কে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেছিল এবং এর পিছনে কী ষড়যন্ত্র ছিল তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা চলছে । পাশাপাশি বাকি ৪ অভিযুক্তের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ ।।