এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ অক্টোবর : এর আগে ‘জয় শ্রীরাম’ শ্লোগান শুনে প্রকাশ্য রাস্তায় তীব্র ক্ষুব্ধ হতে দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে । কিন্তু বৈরাগ্যের প্রতীক ‘গেরুয়া রঙ’-এ মমতার যে আপত্তি আছে তা শোনা যায়নি৷ অবশ্য ভারতীয় ক্রিকেট দলের অনুশীলন পোশাক গেরুয়া রঙের হওয়ায় তিনি আপত্তি তুলেছিলেন । তখন খেলাধুলায় ‘গৈরিকীকরণ’-এর অভিযোগ তুলেছিলেন মমতা ব্যানার্জি । কিন্তু কোনো ব্যক্তিগত ভবনের গেরুয়া রঙ নিয়ে তাকে কখনো অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়নি । তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ‘গেরুয়া রঙ মুখ্যমন্ত্রীর জন্য চক্ষুশূল’ । তাই উত্তরবঙ্গের সফরের পর বাড়ি ফেরার সময় যাতে গেরুয়া রঙ করা একটা বাড়ি মুখ্যমন্ত্রীর যাতে নজরে না পড়ে সেজন্য কলকাতা বিমানবন্দরের কাছে গোটা বাড়ি শবুজ আবরণ দিয়ে ঢেকে দিয়েছে স্থানীয় পুরসভা ও পুলিশ।
শুভেন্দু অধিকারী একটা ভিডিও ও ছবি এক্স-এ পোস্ট করে এই খবর জানিয়ে লিখেছেন,’গেরুয়া রং মুখ্যমন্ত্রীর জন্য চক্ষুশূল! তাই কলকাতা বিমানবন্দরের কাছে একটি বিল্ডিং যা গেরুয়া রঙে আঁকা হয়েছিল মমতা পুলিশ এবং স্থানীয় পৌরসভার আধিকারিকদের দ্বারা জোরপূর্বক সবুজ আবরণে ঢেকে দেওয়া হয়েছিল যাতে উত্তরবঙ্গ থেকে ফিরে আসা মুখ্যমন্ত্রী বিরক্ত না হন।’ তিনি জানিয়েছেন,ভবনটির নাম জয় মাতা দি অ্যাপার্টমেন্ট যার মালিক শ্রী পান্না বর্ধন।
শুভেন্দু অধিকারী লিখেছেন,এটা দুর্ভাগ্যজনক যে গেরুয়া রং; বীরত্বের প্রতীক যা ত্যাগ ও পরিত্রাণেরও ইঙ্গিত দেয়, যা স্বামী বিবেকানন্দ গর্বিতভাবে পরিধান করতেন, কিন্তু এই রঙ মুখ্যমন্ত্রীকে অস্বস্তিতে ফেলে।’ তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করেন,’ভোরবেলা সূর্যের রঙ পুরো আকাশকে গেরুয়ায় রাঙিয়ে দেয়, প্রশাসন সেটা ঢাকতে কী করবে?’