এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,১৪ ফেব্রুয়ারী : রবিবার ‘পরিবর্তন যাত্রা’য় যোগ দিয়ে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে নজিরবিহীন আক্রমন করলেন সাংসদ তথা বিজেপি নেতা সুনীল মন্ডল । পাশাপাশি তৃণমূল নেতাদের উদ্দেশ্যে তিনি হুংকার ছাড়লেন,” তৃণমূল নেতাদের তোলাবাজির সমস্ত টাকা আদায় করে এলাকার উন্নয়নের কাজে লাগানো হবে।’ কাটোয়ার বিধায়ককে এদিন সুনীল মণ্ডল সম্বোধন করলেন,” গ্যাঁড়া বামুন” বলে ।
পূর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলা নেতৃত্বের উদ্যোগে তিন দিনের জন্য ‘পরিবর্তন যাত্রা’র আয়োজন করা হয়েছে । শনিবার বিকেলে কেতুগ্রামের ফুটিসাঁকো থেকে এই যাত্রা শুরু হয় ।
রবিবার দ্বিতীয় দিনে বিজেপির পরিবর্তন যাত্রার রথ কাটোয়া শহর পরিক্রমা করে । এদিনের পরিবর্তন যাত্রায় অংশগ্রহন করেন রুপা গাঙ্গুলী ও সুনীল মণ্ডল । যাত্রা পথের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হন সুনীল মন্ডল । তারপর তিনি কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও শাসকদল তৃণমূল কংগ্রেসকে কার্যত তুলোধোনা করেন ।
সুনীল মন্ডল বলেন,”এই রথযাত্রার মধ্য দিয়ে তৃণমূলের যে দুর্নীতি, তোলাবাজি এবং রবি চ্যাটার্জি(রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়) গ্যাঁড়া বামুনের যে কুকীর্তি, সেটা আমরা প্রচার করতে চাই । এই পরিবর্তন যাত্রার মাধ্যমে তৃণমূলের দুর্নীতিগুলো এলাকায় এলাকায় তুলে ধরাই আমাদের কাজ । আগামী দিনে তৃণমূলকে বুঝিয়ে দেবো পশ্চিমবঙ্গে তৃণমূলের কোনও জায়গা নেই । তৃণমূল যে দুর্নীতিগ্রস্ত ও তোলাবাজের দল তা আমরা প্রমান করে দেবো ।’ পাশাপাশি সুনীল মণ্ডলের হুংকার,’যে যে এলাকার তৃণমুলের যত নেতা তোলাবাজি করেছে তাদের সমস্ত টাকা আদায় করে সেই সেই এলাকার উন্নয়ন করবো ।’ এরপর সুনীল মন্ডল দাবি করেন, ‘রাজ্য ও কেন্দ্রে একটাই সরকার হবে । তখন পশ্চিমবঙ্গ সোনার বাংলায় পরিনত হবে ।’ পাশাপাশি তিনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ‘মুখে সোনার বাংলা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তোলাবাজি নয়, উন্নয়ন দিয়ে আমরা সোনার বাংলা গড়ে তুলবো ।’
এদিকে সুনীল মণ্ডলের মন্ত্যব্যের জবাবে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন,” আমি গরিব ব্রাহ্মণ। আমার জাত তুলে কথা বলছে । এটা তৃণমূলের বিরুদ্ধে একটা বক্তব্য । এটাই বিজেপির ধর্ম।’ পাশাপাশি তিনি সুনীল মন্ডলের বিরুদ্ধে পালটা তোপ দেগে বলেন, ‘ সুনীল মণ্ডল তৃণমূলে থাকাকালীন অনেক দুর্নীতি করেছিলেন । আমরা তা নিয়ে দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলাম । তখন দলীয় স্তরে তদন্ত হয় । সেই তদন্তে সুনীল মন্ডলের বিরুদ্ধে দুর্নীতির অনেক প্রমান পাওয়া গেছে । যখন উনি বুঝতে পারলেন দল ব্যাবস্থা নিতে চলেছে । এমনকি আইনগত ব্যাবস্থা নিয়ে দল তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা ভাবছে, তা বুঝতে পেরেই উনি তৃণমূল কংগ্রেস থেকে পালিয়ে যান ।’
এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ কাটোয়ার ঘোষহাট থেকে বিজেপির পরিবর্তন যাত্রা’ শুরু হয় । সুবোধ স্মৃতি রোড, স্টেশন বাজার চৌরাস্তা, কাছারিরোড, গোয়েঙ্কা মোড়, পুরসভা মোড়, সার্কাস ময়দান এলাকা ঘুরে ফের স্টেশন বাজারে আসে পরিবর্তন যাত্রার রথ। তারপর কাটোয়ার দাঁইহাট মোড়, গোরাগাছা থেকে পূর্বস্থলী উত্তর বিধানসভার ছাতনীতে এসে পৌঁছয় । এদিন ‘পরিবর্তন যাত্রা’ পূর্বস্থলী উত্তর,পূর্বস্থলী দক্ষিন ও কালনা বিধানসভার একাংশ মিলিয়ে প্রায় ৬১ কিমি রাস্তা পরিক্রমা করবে বলে দলীয় তরফ থেকে জানানো হয়েছে ।।