এইদিন ওয়েবডেস্ক,ভাতাড়,১৪ ফেব্রুয়ারী : একটি মোটরচালিত ভ্যানে চড়ে কয়েকজন জনমজুর মাঠে কাজ করতে যাচ্ছিলেন । সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি সুইফট ডিজায়ার্স গাড়ি সজোরে ধাক্কা মারে ওই ভ্যানটিকে । ঘটনাস্থলেই এক জনমজুরের মৃত্যু হয় । গুরুতর আহত হন ৩ জন । রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ২-বি জাতীয় সড়কে ভাতারের ওড়গ্রামের কাছে । মৃতের নাম ফড়িং মাঝি(৩৫)। তাঁর বাড়ি মঙ্গলকোটের পশ্চিম গোপালপুর গ্রামে । আহতরা বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে মঙ্গলকোট থানার গোপালনগর গ্রাম থেকে ওই মোটরভ্যানে চড়ে কয়েকজন জনমজুর বোরোচাষের রোয়ানোর কাজ করতে বর্ধমানের দিকে যাচ্ছিলেন । ওড়গ্রামের কাছে আসতেই দুর্ঘটনাটি ঘটে । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিপরীত দিক থেকে প্রবল বেগে আসছিল একটি সুইফট ডিজার্স গাড়ি । ওড়গ্রামের কাছে আসতেই গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে মোটরভ্যানে সজোরে ধাক্কা দেয় । মোটরভ্যানের যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে । এই ঘটনায় মোটরভ্যানের চালকসহ চারজন জনমজুর গুরুতর জখম হন । স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ফড়িং মাঝিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । বাকি তিনজনের অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।।