এইদিন ওয়েবডেস্ক,লালবাগ(মুর্শিদাবাদ),১২ ফেব্রুয়ারী : সারা রাজ্যের বিভিন্ন জেলার স্বাস্থ্য-পরিষেবা প্রদানকারী সংস্থা নার্সিংহোম ও হাসপাতালগুলির ঐক্য মঞ্চ ‘প্রোগ্রেসিভ নার্সিংহোম হসপিটাল অ্যাসোসিয়েশন’-এর তৃতীয় রাজ্যসম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার লালবাগে । এই সম্মেলনে সামিল ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ ও প্রতিনিধিগন ।সাধারণ মানুষদের পরিসেবার স্বার্থে সংগঠন থেকে দৃঢ়তার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয় স্বাস্থ্যপরিসেবার ক্ষেত্রে কোনভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।সংগঠনের সহ সভাপতি মলয় পীট জানান, সুসংহত স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে তাদের সংগঠন সরকারের পাশে থেকে মানুষের স্বার্থে কাজ করবে। মলয় পীট বলেন,’স্বাস্থ্য প্রতিষ্ঠান গুলিতে চিকিৎসক, নার্স ও দক্ষ স্বাস্থ্যকর্মীদের ঘাটতি রয়েছে।এই ঘাটতি মেটানোর লক্ষ্যে রাজ্য সরকারের সহায়তায় মেডিকেল কলেজ, নার্সিং ও প্যারামেডিকেল কলেজ স্থাপনের ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং প্রত্যেকের সহযোগী হিসাবে কাজ করা বাঞ্ছনীয়।” মলয়বাবু আরও বলেন,” উন্নত স্বাস্থ্যপরিষেবার লক্ষ্যে জেলা হাসপাতালসহ বিভিন্ন সুপারস্পেশালিটি হাসপাতালগুলির পরিকাঠামোগত উন্নয়নে অ্যাসোসিয়েশন সরকারকে সহযোগিতা করবে।”
সম্মেলনমঞ্চ থেকে উপস্থিত প্রতিনিধিগনের সাথে কথা বলে জানা গেল,এই সম্মেলনে বিভিন্ন প্রতিষ্ঠানগুলির বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। যেকোন সমস্যা সমাধানে সকলেই সংগঠনের কর্মকর্তাদের অবহিত করবেন।সুশৃঙ্খলভাবে তার মোকাবিলা করা হবে। রাজ্যে স্বাস্থ্য পরিসেবার ক্ষেত্রে এই বেসরকারি প্রতিষ্ঠানগুলির গুরুত্ব ও দায়িত্ব নিয়ে সার্বিকভাবে আলোচনা করা হয় ।।