দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৭ জুলাই : স্বনির্ভর গোষ্ঠীর নামে লোন তুলে নিয়ে লক্ষ লক্ষ টাকা জালিয়াতির ঘটনায় কাটোয়া ১ বিডিও অফিসের এক কর্মীকে গ্রেফতার করল পুলিশ । ধৃতের নাম আজিবুল শেখ(৩৭) । পূর্বস্থলী থানার লক্ষীপুর বাজার এলাকার বাসিন্দা ওই যুবক বিডিও অফিসের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন । স্বনির্ভর গোষ্ঠীগুলির তদারকির জন্য তাঁকে সুপারভাইজার পদে নিয়োগ করা হয়েছিল । বৃহস্পতিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ৬ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয় । এদিকে আজিবুল শেখকে গ্রেফতারির প্রতিবাদে কাটোয়া ১ বিডিও অফিসের কর্মীদের একাংশ প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার কাজকর্ম সাময়িক বন্ধ করে দেন । এই বিষয়ে কাটোয়া ১ বিডিও আসিফ ইকবাল বলেন, ‘কেউ দোষী হলে আইনানুগ তার বিচার হবে । আইন আইনের পথেই চলবে ।’
কাটোয়া ১ ব্লকের অন্তর্গত আলমপুর পঞ্চায়েতের অধীন স্বনির্ভর গোষ্ঠীগুলির নামে লোন তুলে নিয়ে লক্ষ লক্ষ টাকা জালিয়াতির ঘটনায় ইতিপূর্বে বকুল চক্রবর্তী ও চুমকি সাহা নামে দুই মহিলাকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ । ওই দুই মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির সিএসপি (কমিউনিটি সার্ভিস প্রোভাইডার) বা মোটিভেটরের দায়িত্বে ছিলেন । ‘প্রতিভা সঞ্চয় দল’ নামে একটি গোষ্ঠীর দলনেত্রী রেখা ঘোষের লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করা হয় । ধৃতদের চারদিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ । পাশাপাশি তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করেছে প্রচুর সিল,সই জাল করা নথিপত্র ও রেজ্যুলেশন খাতা । ধৃত দুই মহিলাকে জেরা জেরা করার পরেই চুক্তিভিত্তিক কর্মী আজিবুল শেখের নাম সামনে আসে । পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে নোটিশ করেছিল । কিন্তু কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে ।
তদন্তে পুলিশ জানতে পেরেছে বকুল চক্রবর্তী ও চুমকি সাহা স্বনির্ভর গোষ্ঠীগুলির নাম করে ও গোষ্ঠীর সদস্যাদের সই জাল করে যে লোন তুলেছিল সেই সমস্ত লোনের জন্য ব্যাঙ্কে সুপারিশ করেছিলেন আজিবুল । কিন্তু জাল স্বাক্ষর ও জাল নথির ভিত্তিতে ব্যাঙ্ক কিভাবে লোন দিল তা ভাবাচ্ছে তদন্তকারীদের । এই জালিয়াতি চক্রে ব্যাঙ্কের কেউ জড়িত আছে কিনা তা জানতে আজিবুল শেখকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ।।