এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০১ জুলাই : একে অর্থনৈতিক সমস্যায় জেরবার দেশ,তার উপর চলছে তীব্র বিদ্যুৎ সংকট । ফলে ইন্টারনেট পরিষেবা বন্ধ হতে বসেছে পাকিস্তানে । পাকিস্তানের ন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি বোর্ড (এনআইবিটি) টুইটারে জানিয়েছে,দেশব্যাপী ঘণ্টার পর ঘণ্টা ধরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হবে টেলিকম অপারেটররা। কারণ বিদ্যুত বিভ্রাটের কারনে তাদের পরিষেবা সচল রাখতে নানান সমস্যা ও বাধার সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছে এনআইবিটি । এদিকে আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সতর্ক করে জানিয়েছেন, জুলাই মাসে সমগ্র পাকিস্তান আরও বেশি লোডশেডিংয়ের সম্মুখীন হতে পারে । কারন হিসাবে তিনি জানান, প্রয়োজনের তুলনায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ হচ্ছে না ।
বিদেশি ঋণে জর্জরিত পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নজিরবিহীন সংকটের মধ্যে পড়েছে । বেহাল অর্থনৈতিক অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দেশটির বর্তমান ক্ষমতাসীন সরকার কয়েক দফায় পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধি করেছে । এদিকে হু হু করে কমছে পাকিস্থানের টাকার দাম । অতীতের সব রেকর্ড ভেঙে পাকিস্তানি ২১২ টাকার বিনিময়ে মিলছে মাত্র ১ মার্কিন ডলার । ১৯৪৭ সালে স্বাধীনতা পর পাকিস্তানি টাকার এমন নজিরবিহীন পতন কখনোই দেখেনি দেশটি ।
জুন মাসের মাঝামাঝি সময়ে একটি জনসভায় বক্তব্যের মাঝে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান শতর্ক করে বলেছিলেন,’পাকিস্তান যদি বর্তমান অর্থনৈতিক নীতিতে চলতে থাকে, তাহলে শ্রীলঙ্কার মতো পরিস্থিতির মুখোমুখি হতে আর বেশি দেরী নেই ।’ ইমরান খানের এই সতর্কবার্তা যে নিছক কথার কথা ছিল না আস্তে আস্তে আস্তে তার প্রমান পাওয়া যাচ্ছে । ক্রমশ দেউলিয়া হওয়ার মুখে ভারতের প্রতিবেশী এই মুসলিম রাষ্ট্রটি ।।
ছবি টুইটার ।