এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৮ এপ্রিল : ছবি তোলায় এক ফটোগ্রাফারের উপর রুষ্ট হয়েছিলেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান । তিনি সাংবাদিককে ধমক দিয়ে বলেন, ‘আমার ছবি তুলছেন কেন?’ আর এতে ভয় পেয়ে পিছতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান ও চিত্র সাংবাদিক । তিনি অল্পসল্প আঘাতও পেয়েছিলেন । কিন্তু সাংবাদিকের দিকে সাহায্যের হাত না বাড়িয়ে দিয়ে রাগতভাবে নিজের গাড়িতে উঠে চলে যান করিনা । আর সেই ভিডিও করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কেউ পোস্ট করে দেয় । তারপর থেকে অভিনেত্রীর এহেন অমানবিক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন নেটিজেনরা ।
সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। মালাইকার বাড়িতে তাঁকে দেখতে গিয়েছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী কারিনা কাপুর খান । এই খবর পেয়ে করিনার ছবি তোলার জন্য মালাইকার বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন এক চিত্র সাংবাদিক কারিনা কাপুর যখন বাইরে আসতেই তিনি ছবি তুলতে শুরু করেন । আর এতেই ক্ষিপ্ত হন সৈইফ আলি খানের ঘরনী ।।