এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,৩১ মে : দিল্লির ১৬ বছরের হিন্দু কিশোরী সাক্ষী, উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গর্ভবতী দলিত মহিলা সীমার পর এবার মডেলিং জগতে ‘লাভ জিহাদ’-এর ঘটনা সামনে এসেছে । এক হিন্দু মডেলকে ধর্ষণ ও ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে হিন্দু নাম দিয়ে মডেলিং কোম্পানি খুলে বসা ঝাড়খণ্ডের রাঁচীর বাসিন্দা তানভীর আখতার লেক খান(Tanveer Akhtar Mohd Lake Khan) নামে এক ব্যক্তির বিরুদ্ধে । রাঁচির এসএসপি কিশোর কৌশল এএনআই-কে বলেছেন, ‘অভিযোগকারী ২৯ মে মুম্বাইয়ের ভারসোভা থানায় অভিযোগ দায়ের করেন। যেহেতু ঘটনাটি রাঁচিতে ঘটেছে, তাই মামলাটি ৩০ মে রাঁচি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা একটি যথাযথ এফআইআর দায়ের করেছি এবং আমরা এই মামলাটি তদন্ত করছি। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ।’
সংবাদ সংস্থা এএন আইয়ের কাছে শিকার নির্যাতিতা হিন্দু তরুনী বলেন,’আমাকে ধর্ম পরিবির্তন করে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করছে তানভীর আখতার খান । লোভ দেখাচ্ছে,হুমকি দেখাচ্ছে । আমি থানায় অভিযোগ দায়েরের পর এভিডেভিড দিয়ে ক্ষমাও চেয়েছে । তাতেও ওর বাজে আচার আচরণ বন্ধ হচ্ছে না ।’
তিনি বলেন,’২০২০ সালের শেষের দিকে লকডাউনের পর আমি গুগুলে ভালো মডেলিং ও অ্যাকটিং এজেন্সির সন্ধান শুরু করি । তখন গুগুলে রাঁচির ‘যশ মডেলিং কোম্পানি’র নাম পাই । তারপর আমি যশ মডেলিং কোম্পানিতে যোগ দিই । ২০২১ সালের ৬ জানুয়ারি আমি ওই মডেলিং কোম্পানিতে গেলে আমায় ১৫ দিনের ট্রেনিং নেওয়ার কথা বলা হয় । কিন্তু ১৫ দিনের পরিবর্তে আমায় সপ্তাহে ২ দিন প্রশিক্ষণ দিতে শুরু করে । যে কারনে আমাকে সেখানে থাকতে বাধ্য হতে হয় ।’
তিনি বলেন,’পরে ওই কোম্পানির মালিকের সঙ্গে দেখা করলে সে নিজের নাম ‘যশ’ বলে । চার মাস পর আমি জানতে পারি ওর আসল নাম তানভীর আক্তার । ওই বছর হোলি দিন আমার কিছু ছবি জালিয়াতি করে ছবি ক্লিক করে তানভীর , অশ্লীলভাবে এডিট করে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় । যেগুলো পরে আমায় দেখিয়ে ব্লাকমেল করতে শুরু করে ।’ এমনকি পুলিশের কাছে পর্যন্ত যেতে দিত না বলে অভিযোগ তাঁর ।
তরুনী বলেন,’তানভীর বলতো ও নাকি পুলিশকে টাকা খাইয়ে মুখ বন্ধ করে দেবে । ওকে কেউ কিছু করতে পারবে না । রাঁচি ওর হোম টাউন, ওখানকার লোকেরা ওর সমর্থন করবে -এসব বলে আমায় হুমকি দিয়ে চুপ করিয়ে দিত । পরে আমার অশ্লীল ছবি আমার পরিবারের লোকজনদের পাঠিয়ে আমাকে ঘর থেকে সরানোর চেষ্টা করেছিল । আমি যেখানে কাজ করতাম সেখানে আমাকে স্ত্রীর পরিচয় দিয়ে কাজ ছাড়ানোর চেষ্টা করত । সোশ্যাল মিডিয়ায় আমার পোস্টে যারা কমেন্ট করতেন তাদের পর্যন্ত হয়রানি করত তানভীর আক্তার ।’
তরুনীর অভিযোগ,’মুম্বাইয়ে গিয়েও আমার প্রাণে মারার চেষ্টা করেছিল তানভীর আক্তার । হতাশ হয়ে আমি অভিযোগও করেছিলাম । ‘দ্য কেরালা স্টোরি’ ছবি দেখার পর বুঝতে পারছি যে এগুলো ওদের পরিকল্পিত ফাঁদ । কিন্তু অন্য মেয়েরা যেটা করে- পরিবারের লোকজনদের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেড়িয়ে যায় । কিন্তু আমি তা চাইনি । আমি অভিনয় আর মডেলিংয়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছি । আমি এসব করার জন্য বাড়ি থেকে বের হইনি । আমি নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য চেষ্টা করছি । তানভীর আক্তারের বিরুদ্ধে আমার কাছে যা প্রমাণ আছে তা সবই আমি দেখাচ্ছি। ওর কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে প্রকাশ্যে আনুক ।’ একথা বলার পর কান্নায় ভেঙে পড়েন ওই তরুনী । মুম্বাইয়ের ভারসোভা থানার পুলিশ জানিয়েছে,য অভিযুক্তের বিরুদ্ধে ৩৭৬(২)(এন),৩২৮,৫০৬, ৫০৪, ৩২৩ ধারা এবং আইটি আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে ।।