শ্যামসুন্দর ঘোষ,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),০১ জুন : বাড়িতে বিদ্যুৎ লাইনের মেরামতির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর এক কৃষকের । পুলিশ জানিয়েছে মৃতের নাম দেবেন ঘোষ(৫৫) । তাঁর বাড়ি পূর্বস্থলী-২ ব্লকের মেড়তলা পঞ্চায়েতের চন্ডিপুর গ্রামে । বৃহস্পতিবার পূর্বস্থলী ব্লক হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।
জানা গেছে,বৃহস্পতিবার সকালে পরিবারের পুরুষ সদস্যরা যে যার কাজে বেড়িয়ে যান । এদিকে দেবেন ঘোষের ঘরের বিদ্যুৎ লাইনে কয়েকদিন ধরে কিছু সমস্যা হচ্ছিল । তীব্র গরমে ঘরে ফ্যান না চলায় এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ তিনি নিজেই মেরামতির কাজ শুরু করেন । সেই সময় তিনি বিদ্যুৎবাহী খোলা তারে হাত দিলে বিদ্যুৎস্পষ্ট হন । পরে পরিবারের লোকজনের নজরে পড়লে প্রতিবেশীদের ডাকাডাকি করেন । এরপর আশপাশের লোকজন ছুটে এসে দেবেনবাবুকে উদ্ধার করে পূর্বস্থলী ব্লক হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ।।