এইদিন ওয়েবডেস্ক,০২ ফেব্রুয়ারী : লিবিয়ার পূর্বাঞ্চলের আলদাদিয়া এলাকায় ভূমধ্যসাগর উপকূল থেকে ২০ জনের পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির রেড ক্রিসেন্টের অনুমান, নিহতরা সবাই বাংলাদেশি। অবশ্য লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে,মৃতদেহগুলো বাংলাদেশিদের কিনা যাচাই করা যায়নি। আলদাদিয়া ব্রেগা থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
লিবিয়ার বিদেশ মন্ত্রকের একটি বার্তায় বাংলাদেশ দূতাবাসকে উদ্ধৃত করে জানানো হয়, উদ্ধার মৃতদেহগুলো এরই মধ্যে আলদাদিয়ায় কবরস্থ করা হয়েছে। কারন মৃতদেহগুলো পচন শুরু হয়ে গিয়েছিল। তাদের জাতীয়তা সম্বন্ধে কোনো সূত্রই নিশ্চিত করতে পারেনি। তবে স্থানীয় রেড ক্রিসেন্টের ধারণা নিহতরা বাংলাদেশের নাগরিক। মৃতদেহের সঙ্গে কোনো নথি পাওয়া যায়নি। সে স্থানে এই ঘটনা হয়েছে সেটি পূর্বাঞ্চলীয় সরকারের নিয়ন্ত্রণে যার রাজধানী বেনগাজি। দূতাবাস এই সম্বন্ধে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রণালয়।।