এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১৫ জুন : পড়ুয়াদের উপর নতুন এক ফতোয়া জারি করেছে দারুল উলূম দেওবন্দ । নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে ওই সংগঠনটি । নিষেধ অমান্য করলে পড়ুয়াদের বহিষ্কার করা হবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে । উত্তরপ্রদেশের দেওবন্দের দারুল উলূম এই মর্মে একটা বিজ্ঞপ্তিও জারি করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ইউপি তক । উর্দুতে লেখা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে :-
“গুরুত্বপূর্ণ ঘোষণা
১)সুপ্রিয় ছাত্র-ছাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, দারুল উলূম দেওবন্দে অধ্যয়নকালে অন্য কোন শিক্ষা (ইংরেজি ইত্যাদি) অনুমতি দেওয়া হবে না । যদি কোনো পড়ুয়া এই প্রক্রিয়া সাথে জড়িত পাওয়া যায় তাকে প্রত্যাশিতভাবে বহিষ্কার করা হবে । মখদুম মুকারে হযরত সদরুল মাদরাসীন সাহেব স্পষ্ট ঘোষণা করেছেন।
২) একাডেমিক সময়ে পড়াশুনার পর আমাদের কখনই রুমে থাকা উচিত নয় । কোনো ছাত্র অপরাধ করলে দারুল উলূমের কর্মকর্তারা যেকোনো সময় যেকোনো কক্ষ পরিদর্শন করতে পারেন । দোষী প্রমাণিত হলে তিনি কঠোর শাস্তির যোগ্য হবেন।”
এদিকে ইংরাজি শিক্ষার উপর নিষেধাজ্ঞা জারি নিয়ে দারুল উলূম দেওবন্দের এই ঘোষণায় বিতর্কের সৃষ্টি হয়েছে এলাকায় ।।