এইদিন ওয়েবডেস্ক,অনন্তনাগ,৩০ মে : ফের টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মীরে । এবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার জঙ্গলাট মান্ডির কাছে উধমপুরের বাসিন্দাকে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা । সোমবার পুলিশ জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার জঙ্গলাত মান্ডির কাছে বিনোদন পার্কে সন্ত্রাসীরা এক বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে । পুলিশের একজন মুখপাত্র বলেছেন নিহত ব্যক্তির নাম দীপু । উধমপুরের বাসিন্দা ওই ব্যক্তি অনন্তনাগের জংলাত মান্ডির কাছে বিনোদন পার্কে ব্যক্তিগত সার্কাস মেলায় কর্মরত ছিলেন ।
একটি টুইটে কাশ্মীর জোন পুলিশ লিখেছে, ‘অনন্তনাগের জঙ্গলাট মান্ডির কাছে বিনোদন পার্কে ব্যক্তিগত সার্কাস মেলায় কর্মরত উধমপুরের দীপু নামে এক বেসামরিক নাগরিকের উপর সন্ত্রাসীরা গুলি চালায় । তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তিনি মারা যান। মামলা নথিভুক্ত করে সন্ত্রাসীদের সন্ধান চালানো হচ্ছে ।’।